সবাই প্রস্তুত হোন, শুভদিন আসবেই: হাসান উদ্দিন সরকার
গাজীপুর প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২০, ২১:৫৮:২২ | অনলাইন সংস্করণ
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, আগামী দিনগুলো হবে খুবই কণ্টকময়। অন্যায় সহ্য না করে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। সবাই প্রস্তুত হোন, আগামীতে শুভদিন আসবেই।
তিনি যুবকদের উদ্দেশে বলেন, যৌবনে দাও রাজটিকা, তোমাদের আরও অনেক পথ পাড়ি দিতে হবে। সত্যের পথে থাকলে মনে শক্তি থাকে। আর মনে শক্তি থাকলে সকল অন্যায়-অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায়।
সোমবার বিকালে গাজীপুর জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে অফিস সহকারী মরহুম রজব আলীর রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে হাসান উদ্দিন সরকার এসব কথা বলেন।
সদর মেট্রো থানা বিএনপির সভাপতি আবদুস সালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম, গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহরাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন সরকার, মহানগর যুবদলের সভাপতি প্রভাষক বশির উদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শাহিন প্রমুখ।
উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক বশির আহমেদ বাচ্চু, বিএনপি নেতা সাইফুল ইসলাম টুটুল, মনিরুল ইসলাম বাবুল, ফারুক হোসেন খান, রবিউল আলম রবি, সিরাজুল ইসলাম, সাবেক ভিপি মোস্তফা কামাল মুকুল, অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট নাসির উদ্দিন, তাইজুল ইসলাম তাজু, নাজমুল খন্দকার সুমন প্রমুখ।
পরে গাজীপুর মহানগর ও জেলা কার্যালয়ের অফিস সহকারী মরহুম রজব আলীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন বিএনপি নেতা হাফেজ শহিদুল ইসলাম খোকন বিশ্বাস।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সবাই প্রস্তুত হোন, শুভদিন আসবেই: হাসান উদ্দিন সরকার
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, আগামী দিনগুলো হবে খুবই কণ্টকময়। অন্যায় সহ্য না করে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। সবাই প্রস্তুত হোন, আগামীতে শুভদিন আসবেই।
তিনি যুবকদের উদ্দেশে বলেন, যৌবনে দাও রাজটিকা, তোমাদের আরও অনেক পথ পাড়ি দিতে হবে। সত্যের পথে থাকলে মনে শক্তি থাকে। আর মনে শক্তি থাকলে সকল অন্যায়-অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায়।
সোমবার বিকালে গাজীপুর জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে অফিস সহকারী মরহুম রজব আলীর রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে হাসান উদ্দিন সরকার এসব কথা বলেন।
সদর মেট্রো থানা বিএনপির সভাপতি আবদুস সালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম, গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহরাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন সরকার, মহানগর যুবদলের সভাপতি প্রভাষক বশির উদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শাহিন প্রমুখ।
উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক বশির আহমেদ বাচ্চু, বিএনপি নেতা সাইফুল ইসলাম টুটুল, মনিরুল ইসলাম বাবুল, ফারুক হোসেন খান, রবিউল আলম রবি, সিরাজুল ইসলাম, সাবেক ভিপি মোস্তফা কামাল মুকুল, অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট নাসির উদ্দিন, তাইজুল ইসলাম তাজু, নাজমুল খন্দকার সুমন প্রমুখ।
পরে গাজীপুর মহানগর ও জেলা কার্যালয়ের অফিস সহকারী মরহুম রজব আলীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন বিএনপি নেতা হাফেজ শহিদুল ইসলাম খোকন বিশ্বাস।