রাতের আঁধারে ২০ হাজার সেগুন গাছ কেটে সাবাড়
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২০, ২২:১৯:৫৪ | অনলাইন সংস্করণ
খাগড়াছড়ির রামগড়ে রাতের আঁধারে ২০ হাজার সেগুন গাছ কেটে দিল সন্ত্রাসীরা। রোববার রাত ১১টা থেকে ১টার মধ্যে রামগড় পাতাছড়ার কুম্প্রপাড়া এলাকার কসমিক কৃষি খামার নামে বাগানের ২-৩ বছর বয়সী ২০ হাজার সেগুন গাছ কাটা হয়েছে।
অস্ত্রধারী সন্ত্রাসীরা কেয়ারটেকার আলাউদ্দিন ও তার স্ত্রীকে মারধর করে বেঁধে রেখে গাছগুলো কেটে ফেলে বলে জানা যায়।
বাগানের ম্যানেজার মোহাম্মদ আলী জানান, সন্ত্রাসীরা সংখ্যায় অনেক বেশি ছিল। গত তিন বছর আগে ২০ একর টিলা ভূমিতে সেগুন গাছগুলো লাগানো হয়েছিল। ঘটনাটি পুলিশ ও সিন্ধুকছড়ি সেনা জোনকে জানানো হয়েছে। কিছুদিন আগে মোবাইল ফোনের মাধ্যমে বাগানের ক্ষতিসাধনের হুমকি পেয়ে রামগড় থানায় একটি অভিযোগও দেয়া হয়েছিল।
রামগড় থানার ওসি মোহাম্মদ সামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মালিকপক্ষ বিষয়টি জানিয়েছে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রাতের আঁধারে ২০ হাজার সেগুন গাছ কেটে সাবাড়
খাগড়াছড়ির রামগড়ে রাতের আঁধারে ২০ হাজার সেগুন গাছ কেটে দিল সন্ত্রাসীরা। রোববার রাত ১১টা থেকে ১টার মধ্যে রামগড় পাতাছড়ার কুম্প্রপাড়া এলাকার কসমিক কৃষি খামার নামে বাগানের ২-৩ বছর বয়সী ২০ হাজার সেগুন গাছ কাটা হয়েছে।
অস্ত্রধারী সন্ত্রাসীরা কেয়ারটেকার আলাউদ্দিন ও তার স্ত্রীকে মারধর করে বেঁধে রেখে গাছগুলো কেটে ফেলে বলে জানা যায়।
বাগানের ম্যানেজার মোহাম্মদ আলী জানান, সন্ত্রাসীরা সংখ্যায় অনেক বেশি ছিল। গত তিন বছর আগে ২০ একর টিলা ভূমিতে সেগুন গাছগুলো লাগানো হয়েছিল। ঘটনাটি পুলিশ ও সিন্ধুকছড়ি সেনা জোনকে জানানো হয়েছে। কিছুদিন আগে মোবাইল ফোনের মাধ্যমে বাগানের ক্ষতিসাধনের হুমকি পেয়ে রামগড় থানায় একটি অভিযোগও দেয়া হয়েছিল।
রামগড় থানার ওসি মোহাম্মদ সামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মালিকপক্ষ বিষয়টি জানিয়েছে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।