সিলেটে তারের জঞ্জাল সরাচ্ছে সিসিক, ব্যাহত ইন্টারনেট সেবা
সিলেট ব্যুরো
৩০ নভেম্বর ২০২০, ২২:৫০:৩৪ | অনলাইন সংস্করণ
সিলেট নগরীতে দীর্ঘদিন ধরে চলছে ভূগর্ভে বিদ্যুৎ লাইন স্থাপনের কাজ। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে জিন্দাবাজার থেকে বারুতখানা পয়েন্ট এলাকার সড়কে ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের কাজ চালাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।
একইসঙ্গে সড়কের পাশের বিদ্যুতের খুঁটি ও ইন্টারনেট সার্ভিসেস লাইন/তার অপসারণের কাজ করেছে সিসিক। এতে নগরীতে ইন্টারনেট পরিষেবার বিপর্যয় ঘটেছে। বিপর্যস্ত হয়ে পড়েছে নগরীর ব্যাংকসহ বিভিন্ন অফিসের কার্যক্রম।
সরেজমিন সিলেট নগরীর জিন্দাবাজারে গেলে দেখা যায়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সদস্যরা জিন্দাবাজার থেকে নয়াসড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি অপসারণ করছে। একই সঙ্গে বৈদ্যুতিক খুঁটিতে থাকা তারের জঞ্জাল অপসারণ করছে সিসিক। তাই ইন্টারনেট সেবা নিয়ে বিপাকে পড়তে হচ্ছে নগরবাসীকে। এ সড়কের পাশে থাকা ব্যাংকসহ বিভিন্ন অফিসে ইন্টারনেট সেবা ব্যাহত হয়।
আম্বর আইটি ইন্টারনেট সিলেট অফিসের ব্যবস্থাপক সঞ্জীব চৌধুরী জানান, সিসিক সোমবার সকাল থেকে বিদ্যুতের খুঁটি অপসারণের সময় ইন্টারনেটের তার কেটে ফেলায় অনেক গ্রাহকের ইন্টারনেট পেতে সমস্যা হচ্ছে। বেশকিছু গ্রাহক ভোগান্তিতে আছেন। আমরা দ্রুত সময়ের মধ্যে গ্রাহকদের সংযোগ পুনরায় চালুর ব্যবস্থা নিচ্ছি।
এ ব্যাপারে সিসিকের বৈদ্যুতিক শাখা সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাস জানান, সোমবার সকাল থেকে জিন্দাবাজার হয়ে বারুতখানা পয়েন্ট ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের কাজের অংশ হিসেবে বিদ্যুতের খুঁটি অপসারণের কাজ শুরু হয়েছে। তবে কোনো ধরনের পরিষেবা ব্যাহত হয়নি।
তিনি বলেন, বৈদ্যুতিক খুঁটিতে থাকা তারের জঞ্জাল সিসিক অপসারণ করলেও সেখানে নগরীতে ইন্টারনেট সেবা ব্যাহত হয়নি। প্রতিটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের সদস্যদের সঙ্গে নিয়ে আমরা আমাদের কার্যক্রম চালিয়েছি।
জিন্দাবাজারের জীবনবীমা কর্পোরেশনের কর্মকর্তা রাজীব কুমার রায় যুগান্তরকে বলেন, সকাল থেকে ইন্টারনেট সেবা বন্ধ থাকায় কোনো ধরনের অফিসিয়াল কাজ করতে পারিনি। ইন্টারনেট সেবা চালু না হলে মহাবিপদ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সিলেটে তারের জঞ্জাল সরাচ্ছে সিসিক, ব্যাহত ইন্টারনেট সেবা
সিলেট নগরীতে দীর্ঘদিন ধরে চলছে ভূগর্ভে বিদ্যুৎ লাইন স্থাপনের কাজ। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে জিন্দাবাজার থেকে বারুতখানা পয়েন্ট এলাকার সড়কে ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের কাজ চালাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।
একইসঙ্গে সড়কের পাশের বিদ্যুতের খুঁটি ও ইন্টারনেট সার্ভিসেস লাইন/তার অপসারণের কাজ করেছে সিসিক। এতে নগরীতে ইন্টারনেট পরিষেবার বিপর্যয় ঘটেছে। বিপর্যস্ত হয়ে পড়েছে নগরীর ব্যাংকসহ বিভিন্ন অফিসের কার্যক্রম।
সরেজমিন সিলেট নগরীর জিন্দাবাজারে গেলে দেখা যায়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সদস্যরা জিন্দাবাজার থেকে নয়াসড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি অপসারণ করছে। একই সঙ্গে বৈদ্যুতিক খুঁটিতে থাকা তারের জঞ্জাল অপসারণ করছে সিসিক। তাই ইন্টারনেট সেবা নিয়ে বিপাকে পড়তে হচ্ছে নগরবাসীকে। এ সড়কের পাশে থাকা ব্যাংকসহ বিভিন্ন অফিসে ইন্টারনেট সেবা ব্যাহত হয়।
আম্বর আইটি ইন্টারনেট সিলেট অফিসের ব্যবস্থাপক সঞ্জীব চৌধুরী জানান, সিসিক সোমবার সকাল থেকে বিদ্যুতের খুঁটি অপসারণের সময় ইন্টারনেটের তার কেটে ফেলায় অনেক গ্রাহকের ইন্টারনেট পেতে সমস্যা হচ্ছে। বেশকিছু গ্রাহক ভোগান্তিতে আছেন। আমরা দ্রুত সময়ের মধ্যে গ্রাহকদের সংযোগ পুনরায় চালুর ব্যবস্থা নিচ্ছি।
এ ব্যাপারে সিসিকের বৈদ্যুতিক শাখা সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাস জানান, সোমবার সকাল থেকে জিন্দাবাজার হয়ে বারুতখানা পয়েন্ট ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের কাজের অংশ হিসেবে বিদ্যুতের খুঁটি অপসারণের কাজ শুরু হয়েছে। তবে কোনো ধরনের পরিষেবা ব্যাহত হয়নি।
তিনি বলেন, বৈদ্যুতিক খুঁটিতে থাকা তারের জঞ্জাল সিসিক অপসারণ করলেও সেখানে নগরীতে ইন্টারনেট সেবা ব্যাহত হয়নি। প্রতিটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের সদস্যদের সঙ্গে নিয়ে আমরা আমাদের কার্যক্রম চালিয়েছি।
জিন্দাবাজারের জীবনবীমা কর্পোরেশনের কর্মকর্তা রাজীব কুমার রায় যুগান্তরকে বলেন, সকাল থেকে ইন্টারনেট সেবা বন্ধ থাকায় কোনো ধরনের অফিসিয়াল কাজ করতে পারিনি। ইন্টারনেট সেবা চালু না হলে মহাবিপদ।