ভারতীয় সেই ১৫২ বস্তা চাল নিলামে বিক্রি
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২০, ১৩:২৩:৩৭ | অনলাইন সংস্করণ
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় জব্দকৃত সেই ১৫২ বস্তা ভারতীয় চাল দুই লাখ ৫৮ হাজার টাকায় প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়েছে।
আদালতের আদেশে সোমবার রাতে কলমাকান্দা থানার মুক্তমঞ্চে চালগুলো বিক্রি করা হয়। নিলামের ডাক বিকাল ৫টায় শুরু হয়ে রাত সাড়ে ৮টায় শেষ হয়। ডাকে ছয়জন অংশগ্রহণ করেন।
কলমাকান্দা থানার ওসি মো. এটিএম মাহমুদুল হক জানান, ছয়জনের মধ্যে সর্বোচ্চ দরদাতা দুজনের কাছে দুই লাখ ৫৮ হাজার টাকায় ১৫২ বস্তা ভারতীয় চাল বিক্রি করা হয়েছে। এ অর্থ নিয়মানুযায়ী সরকারি কোষাগারে জমা দেয়া হবে।
নিলামের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. সোহেল রানা, দুর্গাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১ নভেম্বর উপজেলার খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর সীমান্ত এলাকা থেকে ১৫২ বস্তা ভারতীয় চাল ও একটি ট্রাক জব্দ করে বিজিবি। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে আটককৃত চালগুলো পুলিশ হেফাজতে রাখা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ভারতীয় সেই ১৫২ বস্তা চাল নিলামে বিক্রি
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় জব্দকৃত সেই ১৫২ বস্তা ভারতীয় চাল দুই লাখ ৫৮ হাজার টাকায় প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়েছে।
আদালতের আদেশে সোমবার রাতে কলমাকান্দা থানার মুক্তমঞ্চে চালগুলো বিক্রি করা হয়। নিলামের ডাক বিকাল ৫টায় শুরু হয়ে রাত সাড়ে ৮টায় শেষ হয়। ডাকে ছয়জন অংশগ্রহণ করেন।
কলমাকান্দা থানার ওসি মো. এটিএম মাহমুদুল হক জানান, ছয়জনের মধ্যে সর্বোচ্চ দরদাতা দুজনের কাছে দুই লাখ ৫৮ হাজার টাকায় ১৫২ বস্তা ভারতীয় চাল বিক্রি করা হয়েছে। এ অর্থ নিয়মানুযায়ী সরকারি কোষাগারে জমা দেয়া হবে।
নিলামের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. সোহেল রানা, দুর্গাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১ নভেম্বর উপজেলার খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর সীমান্ত এলাকা থেকে ১৫২ বস্তা ভারতীয় চাল ও একটি ট্রাক জব্দ করে বিজিবি। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে আটককৃত চালগুলো পুলিশ হেফাজতে রাখা হয়।