সোনারগাঁওয়ে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটূক্তির প্রতিবাদ
যুগান্তর রিপোর্ট, সোনারগাঁও
০১ ডিসেম্বর ২০২০, ১৫:৫৪:৪৮ | অনলাইন সংস্করণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে কটূক্তি করার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনা শিল্পনগরীর নিউটাউন এলাকায় আওয়ামী লীগ অফিসের সামনে মঙ্গলবার দুপুরে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে।
সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির উদ্যোগে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসনাত মো. শহীদ বাদল।
সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জি. মাসুদুর রহমান মাসুম।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুর রউফ, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ফিরোজ্জামান মোল্লা, যুগ্ম আহ্বায়ক ডা. আতিকুল্লাহ, আওয়ামী লীগ নেতা ফজলুল হক প্রধান, আলী আকবর মেম্বার, আবু হানিফ, মাসুম বিল্লাহ, হাজী আলম চান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, আরিফ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু প্রমুখ।
এ সময় সোনারগাঁও উপজেলা ও পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ও পিরোজপুর ইউনিয়নের পরিষদের বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশ শেষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসনাত মো. শহীদ বাদল ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জি. মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে মেঘনা শিল্পনগরী এলাকা ও নিউটাউন এলাকাসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সোনারগাঁওয়ে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটূক্তির প্রতিবাদ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে কটূক্তি করার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনা শিল্পনগরীর নিউটাউন এলাকায় আওয়ামী লীগ অফিসের সামনে মঙ্গলবার দুপুরে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে।
সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির উদ্যোগে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসনাত মো. শহীদ বাদল।
সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জি. মাসুদুর রহমান মাসুম।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুর রউফ, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ফিরোজ্জামান মোল্লা, যুগ্ম আহ্বায়ক ডা. আতিকুল্লাহ, আওয়ামী লীগ নেতা ফজলুল হক প্রধান, আলী আকবর মেম্বার, আবু হানিফ, মাসুম বিল্লাহ, হাজী আলম চান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, আরিফ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু প্রমুখ।
এ সময় সোনারগাঁও উপজেলা ও পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ও পিরোজপুর ইউনিয়নের পরিষদের বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশ শেষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসনাত মো. শহীদ বাদল ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জি. মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে মেঘনা শিল্পনগরী এলাকা ও নিউটাউন এলাকাসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।