যে কোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে: এমপি শাওন
লালমোহন (ভোলা) প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২০, ১৭:৩৫:৩৬ | অনলাইন সংস্করণ
বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ও মুজিব শতবর্ষ উপলক্ষে ভোলার লালমোহনে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক থেকে ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের নেতৃত্বে র্যালিটি পৌর শহরের চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি শাওন।
এ সময় তিনি বলেন, সরকারের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। বাংলার মাটিতে কোনো ষড়যন্ত্রকারীদের ঠাঁই দেয়া হবে না। তাই সবাইকে কুচক্রী মহলের ষড়যন্ত্র রুখতে নিজ নিজ স্থান থেকে সর্তক থাকতে হবে।
এর আগে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড ও সন্তান সংসদের আয়োজনে করোনাকালে সাধারণ মানুষের কল্যাণে অসামান্য অবদান রাখায় এমপি নূরুন্নবী চৌধুরী শাওনকে সংবর্ধনা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, নির্বাহী অফিসার আল-নোমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুণ, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
যে কোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে: এমপি শাওন
বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ও মুজিব শতবর্ষ উপলক্ষে ভোলার লালমোহনে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক থেকে ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের নেতৃত্বে র্যালিটি পৌর শহরের চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি শাওন।
এ সময় তিনি বলেন, সরকারের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। বাংলার মাটিতে কোনো ষড়যন্ত্রকারীদের ঠাঁই দেয়া হবে না। তাই সবাইকে কুচক্রী মহলের ষড়যন্ত্র রুখতে নিজ নিজ স্থান থেকে সর্তক থাকতে হবে।
এর আগে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড ও সন্তান সংসদের আয়োজনে করোনাকালে সাধারণ মানুষের কল্যাণে অসামান্য অবদান রাখায় এমপি নূরুন্নবী চৌধুরী শাওনকে সংবর্ধনা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, নির্বাহী অফিসার আল-নোমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুণ, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল প্রমুখ।