পটুয়াখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
পটুয়াখালীর গলাচিপায় নিজ বাড়িতে রুমা বেগম (৩৭) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার রতনদি তালতলী ইউনিয়নের নিজহাওলা গ্রামে এ ঘটনা ঘটে। রুমা বেগম ওই গ্রামের আলতাফ রাড়ীর স্ত্রী।
রুমা বেগমের পারিবার জানায়, মঙ্গলবার সকাল ৮টায় ওই গৃহবধূর ছেলে রিফাত (১৬) তার মাকে ঘরে খাটের ওপর ছটফট করতে দেখে। পরে দৌড়ে গিয়ে তার বাবা আলতাফ রাড়ীকে জানায়।
পরে বাড়ির লোকজন রুমা বেগমকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মনিরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেননি সংশ্লিষ্ট চিকিৎসক।
গলাচিপা থানার ওসি মনিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পটুয়াখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
পটুয়াখালীর গলাচিপায় নিজ বাড়িতে রুমা বেগম (৩৭) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার রতনদি তালতলী ইউনিয়নের নিজহাওলা গ্রামে এ ঘটনা ঘটে। রুমা বেগম ওই গ্রামের আলতাফ রাড়ীর স্ত্রী।
রুমা বেগমের পারিবার জানায়, মঙ্গলবার সকাল ৮টায় ওই গৃহবধূর ছেলে রিফাত (১৬) তার মাকে ঘরে খাটের ওপর ছটফট করতে দেখে। পরে দৌড়ে গিয়ে তার বাবা আলতাফ রাড়ীকে জানায়।
পরে বাড়ির লোকজন রুমা বেগমকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মনিরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেননি সংশ্লিষ্ট চিকিৎসক।
গলাচিপা থানার ওসি মনিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।