খুলনায় টাস্কফোর্সের অভিযানে ফেনসিডিলসহ আটক ৫
খুলনা ব্যুরো
০১ ডিসেম্বর ২০২০, ২১:৩৮:১৭ | অনলাইন সংস্করণ
খুলনা নগরীর হরিণটানা থানার কৃষ্ণনগর এলাকা থেকে ১১২ বোতল ফেনসিডিলসহ ৫ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় মাদকবিরোধী টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।
অভিযানে ১১২ বোতল ফেনসিডিলসহ পাঁচজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।
আটককৃতরা হলেন- শেখ ইমরান হোসেন ইমু (২২), মাহমুদ হোসেন ইমরান (২৫), আব্দুল হান্নান (২৩), মো. আলাল শেখ (৩০) এবং মো. ইউসুফ উদ্দিন গাজী (৩০)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলা প্রশাসন ও খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম এই অভিযানটি পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন এবং মো. রাকিবুল হাসান।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
খুলনায় টাস্কফোর্সের অভিযানে ফেনসিডিলসহ আটক ৫
খুলনা নগরীর হরিণটানা থানার কৃষ্ণনগর এলাকা থেকে ১১২ বোতল ফেনসিডিলসহ ৫ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় মাদকবিরোধী টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।
অভিযানে ১১২ বোতল ফেনসিডিলসহ পাঁচজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।
আটককৃতরা হলেন- শেখ ইমরান হোসেন ইমু (২২), মাহমুদ হোসেন ইমরান (২৫), আব্দুল হান্নান (২৩), মো. আলাল শেখ (৩০) এবং মো. ইউসুফ উদ্দিন গাজী (৩০)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলা প্রশাসন ও খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম এই অভিযানটি পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন এবং মো. রাকিবুল হাসান।