শিয়ালমারা সীমান্তে ভারতীয় নাগরিক আটক
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২০, ২২:৫৬:৪৩ | অনলাইন সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জের শিয়ালমারা সীমান্তে আরিফ (৩০) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে ৫৯ বিজিবি। মঙ্গলবার ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আরিফ ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার কালিয়াচক থানার গোলাপগঞ্জ গ্রামের আলীর ছেলে।
৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান জানান, শিয়ালমারা বিওপির একটি টহল দল শিয়ালমারা সীমান্ত এলাকা থেকে মঙ্গলবার বেলা ১১টার দিকে আরিফ নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে। ধারণা কোনো এক সময় সে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে থাকতে পারে এবং সে অপ্রকৃতিস্থ। এ ব্যাপারে ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী বিএসএফকে অবগত করা হয়েছে। পরবর্তীতে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
শিয়ালমারা সীমান্তে ভারতীয় নাগরিক আটক
চাঁপাইনবাবগঞ্জের শিয়ালমারা সীমান্তে আরিফ (৩০) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে ৫৯ বিজিবি। মঙ্গলবার ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আরিফ ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার কালিয়াচক থানার গোলাপগঞ্জ গ্রামের আলীর ছেলে।
৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান জানান, শিয়ালমারা বিওপির একটি টহল দল শিয়ালমারা সীমান্ত এলাকা থেকে মঙ্গলবার বেলা ১১টার দিকে আরিফ নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে। ধারণা কোনো এক সময় সে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে থাকতে পারে এবং সে অপ্রকৃতিস্থ। এ ব্যাপারে ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী বিএসএফকে অবগত করা হয়েছে। পরবর্তীতে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে।