স্বামীকে কুপিয়ে হত্যা, স্ত্রীর আমৃত্যু কারাদণ্ড
ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২০, ১৮:১০:০৪ | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় আসামির উপস্থিতিতে ঘোষণা করেছেন। সাজাপ্রাপ্ত আসামি রোজিনা আক্তারকে রায় ঘোষণার পর আদালত থেকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ যুগান্তরকে বলেন, মামলার বাদী শফিকুল ইসলাম ও তার ছোটভাই সিরাজুল ইসলাম পরিবার নিয়ে একসঙ্গে বসবাস করে রাজধানীর জুরাইন এলাকায় কাঁচামালের ব্যবসা করতেন।
২০০৩ সালের ২৪ অক্টোবর রাত ৩টার দিকে সিরাজুল ইসলামকে তার স্ত্রী রোজিনা আক্তার পারিবারিক কলহের জের ধরে গলায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় দায়ের করা মামলায় রোজিনাকে উল্লিখিত সাজা দেয়া হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
স্বামীকে কুপিয়ে হত্যা, স্ত্রীর আমৃত্যু কারাদণ্ড
নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় আসামির উপস্থিতিতে ঘোষণা করেছেন। সাজাপ্রাপ্ত আসামি রোজিনা আক্তারকে রায় ঘোষণার পর আদালত থেকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ যুগান্তরকে বলেন, মামলার বাদী শফিকুল ইসলাম ও তার ছোটভাই সিরাজুল ইসলাম পরিবার নিয়ে একসঙ্গে বসবাস করে রাজধানীর জুরাইন এলাকায় কাঁচামালের ব্যবসা করতেন।
২০০৩ সালের ২৪ অক্টোবর রাত ৩টার দিকে সিরাজুল ইসলামকে তার স্ত্রী রোজিনা আক্তার পারিবারিক কলহের জের ধরে গলায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় দায়ের করা মামলায় রোজিনাকে উল্লিখিত সাজা দেয়া হয়েছে।