শেখ হাসিনা সরকার কৃষি খাত সমৃদ্ধ করতে নানা উদ্যোগ নিয়েছেন: এমপি শাওন
লালমোহন (ভোলা) প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২০, ২১:৫৭:৫৭ | অনলাইন সংস্করণ
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কৃষি খাতকে সমৃদ্ধ করতে নানা উদ্যোগ নিয়েছেন। উৎপাদন বাড়িয়ে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে সক্ষম হয়েছেন। বিএনপি ক্ষমতায় থাকাকালীন অসহায় কৃষকদের সারের জন্য জীবন দিতে হয়েছে।
কিন্তু বর্তমানে আওয়ামী লীগ সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় কৃষকরা বিনামূল্যে সার ও বীজ পাচ্ছেন।
বুধবার দুপুরে ভোলার লালমোহন উপজেলা চত্বরে ২ হাজার ৫শ' কৃষকের মাঝে বিনামূলে রাসায়নিক সার, বোরো ধান, গম, ভুট্টা, সরিষা, সুর্যমুখী, চিনাবাদাম, মুগ, টমেটো ও মরিচের বীজ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন।
এর আগে তিনি লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-নোমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা এএফএম শাহাবুদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
শেখ হাসিনা সরকার কৃষি খাত সমৃদ্ধ করতে নানা উদ্যোগ নিয়েছেন: এমপি শাওন
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কৃষি খাতকে সমৃদ্ধ করতে নানা উদ্যোগ নিয়েছেন। উৎপাদন বাড়িয়ে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে সক্ষম হয়েছেন। বিএনপি ক্ষমতায় থাকাকালীন অসহায় কৃষকদের সারের জন্য জীবন দিতে হয়েছে।
কিন্তু বর্তমানে আওয়ামী লীগ সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় কৃষকরা বিনামূল্যে সার ও বীজ পাচ্ছেন।
বুধবার দুপুরে ভোলার লালমোহন উপজেলা চত্বরে ২ হাজার ৫শ' কৃষকের মাঝে বিনামূলে রাসায়নিক সার, বোরো ধান, গম, ভুট্টা, সরিষা, সুর্যমুখী, চিনাবাদাম, মুগ, টমেটো ও মরিচের বীজ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন।
এর আগে তিনি লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-নোমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা এএফএম শাহাবুদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।