‘নকল আ’লীগের ভিড়ে হারিয়ে যাচ্ছে আসল আ’লীগ’
নোয়াখালী প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২০, ২২:২৯:৩৫ | অনলাইন সংস্করণ
নকল আওয়ামী লীগের ভিড়ে আসল আওয়ামী লীগ হারিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোটভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
তিনি বলেছেন, আমি প্রশাসনের বিরুদ্ধে নয়, আমি অনিয়মের বিরুদ্ধে। আমি যতদিন বেঁচে থাকি ততদিন সাহস করে সত্য কথা বলব। অন্যায় অনিয়ম অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করব, প্রতিরোধ গড়ে তুলব। সেজন্য আজকে কথা বলছি। অন্যায় অনিয়মের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমি অনেকের কাছে অপ্রিয় হয়ে গেছি। অনেকে সম্মান দিয়ে কথা বলে না।
বুধবার সন্ধ্যা ৬টায় কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারের রূপালী চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আবদুল কাদের মির্জা এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, ক্রিমিনালে দেশ ভরে গেছে। অনেক চুপ ছিলাম, আর থাকব না। সাহস করে সত্য কথা বলব। আজকে নকল আওয়ামী লীগের ভিড়ে আসল আওয়ামী লীগ হারিয়ে গেছে। যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও পুলিশে নিয়োগ দিয়ে টাকা খায় তাদের আমি ঘৃণা করি।
এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
‘নকল আ’লীগের ভিড়ে হারিয়ে যাচ্ছে আসল আ’লীগ’
নকল আওয়ামী লীগের ভিড়ে আসল আওয়ামী লীগ হারিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোটভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
তিনি বলেছেন, আমি প্রশাসনের বিরুদ্ধে নয়, আমি অনিয়মের বিরুদ্ধে। আমি যতদিন বেঁচে থাকি ততদিন সাহস করে সত্য কথা বলব। অন্যায় অনিয়ম অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করব, প্রতিরোধ গড়ে তুলব। সেজন্য আজকে কথা বলছি। অন্যায় অনিয়মের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমি অনেকের কাছে অপ্রিয় হয়ে গেছি। অনেকে সম্মান দিয়ে কথা বলে না।
বুধবার সন্ধ্যা ৬টায় কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারের রূপালী চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আবদুল কাদের মির্জা এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, ক্রিমিনালে দেশ ভরে গেছে। অনেক চুপ ছিলাম, আর থাকব না। সাহস করে সত্য কথা বলব। আজকে নকল আওয়ামী লীগের ভিড়ে আসল আওয়ামী লীগ হারিয়ে গেছে। যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও পুলিশে নিয়োগ দিয়ে টাকা খায় তাদের আমি ঘৃণা করি।
এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।