নোয়াখালীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২০, ০৮:৩৩:০৪ | অনলাইন সংস্করণ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. কাশেম মাঝি (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার রাত ৯টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।
এর আগে সন্ধ্যায় জমি নিয়ে বিরোধের জের ধরে উপজেলার চরজব্বার ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত কাশেম মাঝি চরজব্বার ৭নং ওয়ার্ড চরপানা উল্যা গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে। তিনি ইমান আলী বাজারের কাপড় ব্যবসায়ী ছিলেন।
এদিকে এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে শফিক মিঝি (৬৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে। তিনি একই এলাকার ফজলে রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে কাশেম মাঝি ও শফিক মিঝির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় মসজিদের সামনে কাশেম মাঝির ছেলের সঙ্গে শফিক মিঝির বাকবিতণ্ডা হয়।
এ ঘটনার কিছুক্ষণ পর কাশেম মাঝি নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে শফিক মিঝি অতর্কিতভাবে তার ওপর হামলা চালিয়ে বুকে ছুরি দিয়ে আঘাত করে। এ সময় কাশেম মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থল ত্যাগ করে শফিক।
পরে স্থানীয় লোকজন কাশেমকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অবস্থার অবনতি হলে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরজব্বার থানার ওসি মো. জিয়াউল হক জানান, এ ঘটনার পর পরই অভিযান চালিয়ে অভিযুক্ত শফিক মিঝিকে আটক করা হয়েছে।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নোয়াখালীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. কাশেম মাঝি (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার রাত ৯টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।
এর আগে সন্ধ্যায় জমি নিয়ে বিরোধের জের ধরে উপজেলার চরজব্বার ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত কাশেম মাঝি চরজব্বার ৭নং ওয়ার্ড চরপানা উল্যা গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে। তিনি ইমান আলী বাজারের কাপড় ব্যবসায়ী ছিলেন।
এদিকে এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে শফিক মিঝি (৬৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে। তিনি একই এলাকার ফজলে রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে কাশেম মাঝি ও শফিক মিঝির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় মসজিদের সামনে কাশেম মাঝির ছেলের সঙ্গে শফিক মিঝির বাকবিতণ্ডা হয়।
এ ঘটনার কিছুক্ষণ পর কাশেম মাঝি নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে শফিক মিঝি অতর্কিতভাবে তার ওপর হামলা চালিয়ে বুকে ছুরি দিয়ে আঘাত করে। এ সময় কাশেম মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থল ত্যাগ করে শফিক।
পরে স্থানীয় লোকজন কাশেমকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অবস্থার অবনতি হলে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরজব্বার থানার ওসি মো. জিয়াউল হক জানান, এ ঘটনার পর পরই অভিযান চালিয়ে অভিযুক্ত শফিক মিঝিকে আটক করা হয়েছে।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।