যৌনপল্লীর দুস্থ নারীদের কম্বল দিলেন মার্কিন দম্পতি
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২০, ২২:০১:২৬ | অনলাইন সংস্করণ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় এক মার্কিন দম্পতির পক্ষ থেকে অসহায় ২২০ জন নারীর মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া যৌনপল্লীর অন্তঃসত্ত্বা ও সদ্য মা হওয়া ২২০ নারীর হাতে এসব কম্বল তুলে দেয়া হয়।
যৌনপল্লীর মা ও শিশুদের নিয়ে কাজ করা স্থানীয় সংগঠন মুক্তি মহিলা সমিতি এ কার্যক্রমটি বাস্তবায়নে সহযোগিতা করে। ওই দম্পতি উপস্থিত থেকে কম্বলগুলো দুস্থদের হাতে তুলে দেন।
দম্পতির নাম জ্যাকব ও জয়া। ইতোপূর্বে করোনাকালীন সময়েও তাদের পক্ষ থেকে এই এলাকায় ব্যাপক ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। কয়েক বছর আগে বাংলাদেশ ভ্রমণের অংশ হিসেবে তারা দৌলতদিয়ায় আসেন। এরপর থেকে তারা এখানকার অসহায় নারীদের নানাভাবে সহায়তা করে আসছেন।
মুক্তি মহিলা সমিতির কার্যালয় চত্বরে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ওসি আবদুল্লাহ আল তায়াবীর, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মঞ্জু প্রমুখ।
জ্যাকব স্পষ্ট বাংলা ভাষায় তার প্রতিক্রিয়ায় বলেন, এই অসহায় নারী ও শিশুদের জন্য ভালো কিছু করতে আমাদের ভালো লাগে। তিনি ও তার স্ত্রী বাংলাদেশকে খুব ভালোবাসেন। এ সময় তিনি তাদের ৪ সন্তান এবং অনাগত কন্যাসন্তানের জন্য দোয়া চান।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
যৌনপল্লীর দুস্থ নারীদের কম্বল দিলেন মার্কিন দম্পতি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় এক মার্কিন দম্পতির পক্ষ থেকে অসহায় ২২০ জন নারীর মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া যৌনপল্লীর অন্তঃসত্ত্বা ও সদ্য মা হওয়া ২২০ নারীর হাতে এসব কম্বল তুলে দেয়া হয়।
যৌনপল্লীর মা ও শিশুদের নিয়ে কাজ করা স্থানীয় সংগঠন মুক্তি মহিলা সমিতি এ কার্যক্রমটি বাস্তবায়নে সহযোগিতা করে। ওই দম্পতি উপস্থিত থেকে কম্বলগুলো দুস্থদের হাতে তুলে দেন।
দম্পতির নাম জ্যাকব ও জয়া। ইতোপূর্বে করোনাকালীন সময়েও তাদের পক্ষ থেকে এই এলাকায় ব্যাপক ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। কয়েক বছর আগে বাংলাদেশ ভ্রমণের অংশ হিসেবে তারা দৌলতদিয়ায় আসেন। এরপর থেকে তারা এখানকার অসহায় নারীদের নানাভাবে সহায়তা করে আসছেন।
মুক্তি মহিলা সমিতির কার্যালয় চত্বরে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ওসি আবদুল্লাহ আল তায়াবীর, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মঞ্জু প্রমুখ।
জ্যাকব স্পষ্ট বাংলা ভাষায় তার প্রতিক্রিয়ায় বলেন, এই অসহায় নারী ও শিশুদের জন্য ভালো কিছু করতে আমাদের ভালো লাগে। তিনি ও তার স্ত্রী বাংলাদেশকে খুব ভালোবাসেন। এ সময় তিনি তাদের ৪ সন্তান এবং অনাগত কন্যাসন্তানের জন্য দোয়া চান।