বরিশালে ১০টি শিশু বিকাশ কেন্দ্রে উপকরণ বিতরণ
বরিশাল ব্যুরো
০৩ ডিসেম্বর ২০২০, ২২:০৬:০২ | অনলাইন সংস্করণ
বরিশালে বাংলাদেশ শিশু একাডেমির ১০টি শিশু বিকাশ কেন্দ্রের জন্য সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি বরিশালের আয়োজনে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় স্থাপিত ১০টি শিশু বিকাশ কেন্দ্রের জন্য সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা বরিশাল মো. মোজাম্মেল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল, সাংস্কৃতিজন এসএম ইকবাল, উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় আল-মামুন তালুকদার, শিক্ষাবিদ প্রফেসর শাহ সাজেদা, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, প্রধান শিক্ষক সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাহবুবা হোসেন, সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিশু ও অভিভাবকরা।
শুরুতেই সংক্ষিপ্ত এক আলোচনা শেষে বরিশালের জেলা প্রশাসন কর্তৃক সহায়ক উপকরণ সিলিং ফ্যান, লাইট, চেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বরিশালে ১০টি শিশু বিকাশ কেন্দ্রে উপকরণ বিতরণ
বরিশালে বাংলাদেশ শিশু একাডেমির ১০টি শিশু বিকাশ কেন্দ্রের জন্য সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি বরিশালের আয়োজনে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় স্থাপিত ১০টি শিশু বিকাশ কেন্দ্রের জন্য সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা বরিশাল মো. মোজাম্মেল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল, সাংস্কৃতিজন এসএম ইকবাল, উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় আল-মামুন তালুকদার, শিক্ষাবিদ প্রফেসর শাহ সাজেদা, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, প্রধান শিক্ষক সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাহবুবা হোসেন, সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিশু ও অভিভাবকরা।
শুরুতেই সংক্ষিপ্ত এক আলোচনা শেষে বরিশালের জেলা প্রশাসন কর্তৃক সহায়ক উপকরণ সিলিং ফ্যান, লাইট, চেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।