ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ইপিজেডের দুই কর্মীর
দিনাজপুর প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২০, ২২:১৪:১১ | অনলাইন সংস্করণ
দিনাজপুরের খানসামায় ট্রাক্টরের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশাভ্যানে থাকা দিপালী দেবনাথ (২৫) ও কনিকা দেবনাথ (২৫) নামে উত্তরা ইপিজেডের দুই কর্মী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অপর দুইজন।
হতাহতরা সবাই নীলফামারী উত্তরা ইপিজেডের এভারগ্রিন কোম্পানির শ্রমিক।
বৃহস্পতিবার সকাল ৭টায় চৌরঙ্গী-টেক্সটাইল মিল সড়কে খানসামা উপজেলার ওমর ফারুক ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দিপালী দেবনাথ দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া গ্রামের যুগীপাড়া এলাকার দুলাল দেবনাথের স্ত্রী এবং নিহত কনিকা দেবনাথ একই এলাকার বিপুল দেবনাথের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে খানসামা থেকে ব্যাটারিচালিত রিকশাভ্যানযোগে উত্তরা ইপিজেডে যাচ্ছিলেন ইপিজেডের বেশ কয়েকজন শ্রমিক। সকাল ৭টায় তারা চৌরঙ্গী-টেক্সটাইল মিল সড়কের ওমর ফারুক ফিলিং স্টেশনের কাছে পৌঁছলে পেছন দিক থেকে একটি বেপরোয়া ট্রাক্টর সজোরে রিকশাভ্যানটিকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই রিকশাভ্যানে থাকা দিপালী দেবনাথ নামে এক ইপিজেড কর্মী নিহত হন। আহত হন অপর তিন কর্মী। এদের মধ্যে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর গুরুতর আহত কনিকা দেবনাথের মৃত্যু ঘটে। দুর্ঘটনায় আহত ফারজানা ও সাবিত্রী দেবনাথকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।
খানসামা থানার ওসি শেখ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ইপিজেডের দুই কর্মীর
দিনাজপুরের খানসামায় ট্রাক্টরের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশাভ্যানে থাকা দিপালী দেবনাথ (২৫) ও কনিকা দেবনাথ (২৫) নামে উত্তরা ইপিজেডের দুই কর্মী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অপর দুইজন।
হতাহতরা সবাই নীলফামারী উত্তরা ইপিজেডের এভারগ্রিন কোম্পানির শ্রমিক।
বৃহস্পতিবার সকাল ৭টায় চৌরঙ্গী-টেক্সটাইল মিল সড়কে খানসামা উপজেলার ওমর ফারুক ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দিপালী দেবনাথ দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া গ্রামের যুগীপাড়া এলাকার দুলাল দেবনাথের স্ত্রী এবং নিহত কনিকা দেবনাথ একই এলাকার বিপুল দেবনাথের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে খানসামা থেকে ব্যাটারিচালিত রিকশাভ্যানযোগে উত্তরা ইপিজেডে যাচ্ছিলেন ইপিজেডের বেশ কয়েকজন শ্রমিক। সকাল ৭টায় তারা চৌরঙ্গী-টেক্সটাইল মিল সড়কের ওমর ফারুক ফিলিং স্টেশনের কাছে পৌঁছলে পেছন দিক থেকে একটি বেপরোয়া ট্রাক্টর সজোরে রিকশাভ্যানটিকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই রিকশাভ্যানে থাকা দিপালী দেবনাথ নামে এক ইপিজেড কর্মী নিহত হন। আহত হন অপর তিন কর্মী। এদের মধ্যে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর গুরুতর আহত কনিকা দেবনাথের মৃত্যু ঘটে। দুর্ঘটনায় আহত ফারজানা ও সাবিত্রী দেবনাথকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।
খানসামা থানার ওসি শেখ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।