সাবেক স্ত্রীকে এসিড নিক্ষেপ, যুবককে গণধোলাই
সাভার (ঢাকা) প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২০, ২২:৫০:১২ | অনলাইন সংস্করণ
ঢাকার আশুলিয়ায় সাবেক স্ত্রী দোলনা আক্তার রিমাকে (১৮) এসিড নিক্ষেপ করায় যুবক রঞ্জু মিয়াকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা। বুধবার রাতে আশুলিয়ার জামগড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এসিডে রিমার চোখ-মুখসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।
আশুলিয়ার দি ড্রেস অ্যান্ড দি আইডিয়াস নামে তৈরি পোশাক কারখানার শ্রমিক রিমার গ্রামের বাড়ি জামালপুরের মেলান্দহ থানায়।
পরিবারের সদস্যরা জানান, কারখানা ছুটির পর জামগড়া এলাকা দিয়ে হেঁটে বাড়ি ফেরার পথে রিমা এসিড হামলার শিকার হন। প্রধান সড়ক থেকে শাখা সড়কে পৌঁছানো মাত্র ওঁৎ পেতে থাকা রঞ্জু তাকে এসিড নিক্ষেপ করে। এ সময় স্থানীয়রা রঞ্জুকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। রিমাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, চিকিৎসার জন্য রিমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রঞ্জুকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলাও হয়েছে।
রিমার বাবা দুলাল শেখ জানান, নিজেদের পছন্দেই দুই বছর আগে রঞ্জু ও রিমার বিয়ে হয়। প্রায় তিন মাস আগে তাদের ছাড়াছাড়ি হয়। এরপর রিমা পোশাক কারখানায় চাকরি নেয়। এতে ক্ষিপ্ত হয়ে রিমাকে এসিড নিক্ষেপ করে রঞ্জু।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাবেক স্ত্রীকে এসিড নিক্ষেপ, যুবককে গণধোলাই
ঢাকার আশুলিয়ায় সাবেক স্ত্রী দোলনা আক্তার রিমাকে (১৮) এসিড নিক্ষেপ করায় যুবক রঞ্জু মিয়াকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা। বুধবার রাতে আশুলিয়ার জামগড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এসিডে রিমার চোখ-মুখসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।
আশুলিয়ার দি ড্রেস অ্যান্ড দি আইডিয়াস নামে তৈরি পোশাক কারখানার শ্রমিক রিমার গ্রামের বাড়ি জামালপুরের মেলান্দহ থানায়।
পরিবারের সদস্যরা জানান, কারখানা ছুটির পর জামগড়া এলাকা দিয়ে হেঁটে বাড়ি ফেরার পথে রিমা এসিড হামলার শিকার হন। প্রধান সড়ক থেকে শাখা সড়কে পৌঁছানো মাত্র ওঁৎ পেতে থাকা রঞ্জু তাকে এসিড নিক্ষেপ করে। এ সময় স্থানীয়রা রঞ্জুকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। রিমাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, চিকিৎসার জন্য রিমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রঞ্জুকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলাও হয়েছে।
রিমার বাবা দুলাল শেখ জানান, নিজেদের পছন্দেই দুই বছর আগে রঞ্জু ও রিমার বিয়ে হয়। প্রায় তিন মাস আগে তাদের ছাড়াছাড়ি হয়। এরপর রিমা পোশাক কারখানায় চাকরি নেয়। এতে ক্ষিপ্ত হয়ে রিমাকে এসিড নিক্ষেপ করে রঞ্জু।