মাধবপুরে হঠাৎ করে বেড়েছে করোনার সংক্রমণ
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২০, ০০:১৯:০৭ | অনলাইন সংস্করণ
হবিগঞ্জের মাধবপুরে শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে করোনাভাইরাসের সংক্রমণ।
বৃহস্পতিবার নতুন করে ৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে উপজেলা মৎস্য অফিসের এক কর্মকর্তাও আছেন।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইশতিয়াক মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বুধবার মাধবপুর উপজেলা থেকে ২০ জনের নমুনা সংগ্রহ করে সিলেট ল্যাবে পাঠানো হয়।
বৃহস্পতিবার রাতে প্রাপ্ত রির্পোটে ৮ জনের করোনা ধরা পড়ে। হঠাৎ করে করোনা সংক্রমণ বৃব্ধি পাওয়ায় সচেতন মহলে উদ্বেগ উৎকন্ঠা দেখা দিলে ও সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা নেই। স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রশাসন থেকে সচেতনতামূলক প্রচার ও অভিযান অব্যাহত রয়েছে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট তাসনূভা নাশতারান বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সচেতনতা সৃষ্টির লক্ষে সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক না থাকলে কোনো অফিসে সেবা দেয়া হচ্ছেনা।
এছাড়া, হাট-বাজার, জন সমাগম এলাকায় মাস্কের ব্যবহার নিশ্চত করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করা হচ্ছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মাধবপুরে হঠাৎ করে বেড়েছে করোনার সংক্রমণ
হবিগঞ্জের মাধবপুরে শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে করোনাভাইরাসের সংক্রমণ।
বৃহস্পতিবার নতুন করে ৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে উপজেলা মৎস্য অফিসের এক কর্মকর্তাও আছেন।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইশতিয়াক মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বুধবার মাধবপুর উপজেলা থেকে ২০ জনের নমুনা সংগ্রহ করে সিলেট ল্যাবে পাঠানো হয়।
বৃহস্পতিবার রাতে প্রাপ্ত রির্পোটে ৮ জনের করোনা ধরা পড়ে। হঠাৎ করে করোনা সংক্রমণ বৃব্ধি পাওয়ায় সচেতন মহলে উদ্বেগ উৎকন্ঠা দেখা দিলে ও সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা নেই। স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রশাসন থেকে সচেতনতামূলক প্রচার ও অভিযান অব্যাহত রয়েছে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট তাসনূভা নাশতারান বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সচেতনতা সৃষ্টির লক্ষে সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক না থাকলে কোনো অফিসে সেবা দেয়া হচ্ছেনা।
এছাড়া, হাট-বাজার, জন সমাগম এলাকায় মাস্কের ব্যবহার নিশ্চত করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করা হচ্ছে।