ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটুক্তি করায় যুবক আটক
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২০, ০৩:৩৪:২৫ | অনলাইন সংস্করণ
কুষ্টিয়ার কুমারখালীতে মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে ফেসবুকে কটুক্তি করায় একরামুল (৪২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাঁশগ্রাম বাজার থেকে তাকে আটক করা হয়। তিনি সদর উপজেলার কমলাপুর বাজার সংলগ্ন গোপালপুর এলাকার মৃত শাহাদতের ছেলে।
জানা যায়, দুইদিন আগে জহুরা খাতুন নামে একটি ফেসবুক আইডি থেকে হযরত মুহাম্মদকে (সা.) কটুক্তি করে পোস্ট দেয়া হয়।
বিষয়টি জানাজানি হলে আটককৃত ব্যক্তিকে সন্দেহ করে বৃহস্পতিবার সন্ধায় বাঁশগ্রাম ছন্দ স্টুডিও ঘেরাও করেন স্থানীয় ধর্মপ্রাণ মানুষ। পরবর্তীতে খবর পেয়ে বাঁশগ্রাম পুলিশ ক্যাম্পের সদস্যরা তাকে উদ্ধার করে হেফাজতে নেন।
এ তথ্য নিশ্চিত করে কুমারখালী থানার ওসি মজিবুর রহমান বলেন, ফেসবুকে হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটুক্তি করার অভিযোগে একরাম নামে একজনকে ঘিরে রেখেছিল জনগণ।
খবর পেয়ে তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটুক্তি করায় যুবক আটক
কুষ্টিয়ার কুমারখালীতে মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে ফেসবুকে কটুক্তি করায় একরামুল (৪২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাঁশগ্রাম বাজার থেকে তাকে আটক করা হয়। তিনি সদর উপজেলার কমলাপুর বাজার সংলগ্ন গোপালপুর এলাকার মৃত শাহাদতের ছেলে।
জানা যায়, দুইদিন আগে জহুরা খাতুন নামে একটি ফেসবুক আইডি থেকে হযরত মুহাম্মদকে (সা.) কটুক্তি করে পোস্ট দেয়া হয়।
বিষয়টি জানাজানি হলে আটককৃত ব্যক্তিকে সন্দেহ করে বৃহস্পতিবার সন্ধায় বাঁশগ্রাম ছন্দ স্টুডিও ঘেরাও করেন স্থানীয় ধর্মপ্রাণ মানুষ। পরবর্তীতে খবর পেয়ে বাঁশগ্রাম পুলিশ ক্যাম্পের সদস্যরা তাকে উদ্ধার করে হেফাজতে নেন।
এ তথ্য নিশ্চিত করে কুমারখালী থানার ওসি মজিবুর রহমান বলেন, ফেসবুকে হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটুক্তি করার অভিযোগে একরাম নামে একজনকে ঘিরে রেখেছিল জনগণ।
খবর পেয়ে তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।