ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
নড়াইল প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২০, ১৮:৩৪:২২ | অনলাইন সংস্করণ
মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের সাজাপ্রাপ্ত কয়েদি ফরিদ বিশ্বাস (৫০) নড়াইল জেলা কারাগারে মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বুকে ব্যথা অনুভব হলে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।
ফরিদ বিশ্বাস কালিয়া পৌরসভার রামনগর গ্রামের সুলতান বিশ্বাসের ছেলে।
পুলিশ ও জেলা কারাগার সূত্রে জানা গেছে, ফরিদ বিশ্বাসকে গত ১৪ আগস্ট মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের সাজা হলে কারাগারে নেয়া হয়। বৃহস্পতিবার ভোরে বুকে ব্যথা অনুভব করলে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সদর থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, ফরিদ বিশ্বাসের লাশ সুরতহাল ও ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই রাতেই তার লাশ দাফন সম্পন্ন করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের সাজাপ্রাপ্ত কয়েদি ফরিদ বিশ্বাস (৫০) নড়াইল জেলা কারাগারে মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বুকে ব্যথা অনুভব হলে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।
ফরিদ বিশ্বাস কালিয়া পৌরসভার রামনগর গ্রামের সুলতান বিশ্বাসের ছেলে।
পুলিশ ও জেলা কারাগার সূত্রে জানা গেছে, ফরিদ বিশ্বাসকে গত ১৪ আগস্ট মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের সাজা হলে কারাগারে নেয়া হয়। বৃহস্পতিবার ভোরে বুকে ব্যথা অনুভব করলে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সদর থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, ফরিদ বিশ্বাসের লাশ সুরতহাল ও ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই রাতেই তার লাশ দাফন সম্পন্ন করা হয়।