রাস্তায় খেলতে গিয়ে প্রাণ গেল ৪ বছরের শিশুর
বগুড়ার নন্দীগ্রামে সঙ্গীদের সঙ্গে রাস্তায় খেলতে গিয়ে প্রাণ গেল জাহিদ হোসেন নামে ৪ বছরের শিশুর। ধানবোঝাই অটোভ্যানের চাপায় সে নিহত হয়। শুক্রবার বিকালে উপজেলার বেলঘড়িয়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
পুলিশ ও স্বজনরা জানান, শিশু জাহিদ হোসেন নন্দীগ্রাম উপজেলার বেলঘড়িয়া গ্রামের ফারুক হোসেনের ছেলে। শিশুটি শুক্রবার বিকালে খেলার জন্য বাড়ি থেকে বের হয়। বাড়ির পাশে রাস্তায় অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। এ সময় ধানবোঝাই ব্যাটারিচালিত একটি অটোভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাহিদের মৃত্যু হয়। চালক ভ্যান রেখে পালিয়ে যায়।
নন্দীগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আজিজুর রহমান জানান, ভ্যানটি জব্দ করা হয়েছে। মামলা হলে চালককে গ্রেফতার করা হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রাস্তায় খেলতে গিয়ে প্রাণ গেল ৪ বছরের শিশুর
বগুড়ার নন্দীগ্রামে সঙ্গীদের সঙ্গে রাস্তায় খেলতে গিয়ে প্রাণ গেল জাহিদ হোসেন নামে ৪ বছরের শিশুর। ধানবোঝাই অটোভ্যানের চাপায় সে নিহত হয়। শুক্রবার বিকালে উপজেলার বেলঘড়িয়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
পুলিশ ও স্বজনরা জানান, শিশু জাহিদ হোসেন নন্দীগ্রাম উপজেলার বেলঘড়িয়া গ্রামের ফারুক হোসেনের ছেলে। শিশুটি শুক্রবার বিকালে খেলার জন্য বাড়ি থেকে বের হয়। বাড়ির পাশে রাস্তায় অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। এ সময় ধানবোঝাই ব্যাটারিচালিত একটি অটোভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাহিদের মৃত্যু হয়। চালক ভ্যান রেখে পালিয়ে যায়।
নন্দীগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আজিজুর রহমান জানান, ভ্যানটি জব্দ করা হয়েছে। মামলা হলে চালককে গ্রেফতার করা হবে।