৪ বছরের শিশুকে গলাটিপে হত্যা, দাদি পলাতক  
jugantor
৪ বছরের শিশুকে গলাটিপে হত্যা, দাদি পলাতক  

  ডিমলা (নীলফামারী) প্রতিনিধি   

০৪ ডিসেম্বর ২০২০, ২২:৪৪:৫৬  |  অনলাইন সংস্করণ

নীলফামারীর সদরে মোরছালিন নামে ৪ বছরের এক শিশুকে গলাটিপে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে নিহত শিশুর সৎ দাদি।

বৃহস্পতিবার রাতে উপজেলার সোনারায় ইউনিয়নের চকদুবুলিয়া ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোরছালিন ওই গ্রামের মো. নুরুজ্জামানের ছেলে।

সদর থানার ওসি (তদন্ত) মাহমুদ উন নবী জানান, শুক্রবার সকালে সুরতহাল তৈরি করে নীলফামারী জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়। এ ঘটনায় নিহতের বাবা নুরুজ্জামান বাদী হয়ে সৎ দাদি তাসলিমাকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ওসি (তদন্ত) জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সৎ দাদি তাসলিমা এ হত্যাকাণ্ড ঘটিয়ে ঘরে তালা দিয়ে পালিয়ে গেছে। পুলিশের একটি টিম অভিযান চালাচ্ছে। তাকে আটক করতে পারলে এ হত্যাকাণ্ডটির রহস্য উন্মোচিত হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এএসএম মুক্তারুজ্জামান জানান, আসামিকে গ্রেফতারে চেষ্টা চলছে।

৪ বছরের শিশুকে গলাটিপে হত্যা, দাদি পলাতক  

 ডিমলা (নীলফামারী) প্রতিনিধি  
০৪ ডিসেম্বর ২০২০, ১০:৪৪ পিএম  |  অনলাইন সংস্করণ

নীলফামারীর সদরে মোরছালিন নামে ৪ বছরের এক শিশুকে গলাটিপে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে নিহত শিশুর সৎ দাদি।

বৃহস্পতিবার রাতে উপজেলার সোনারায় ইউনিয়নের চকদুবুলিয়া ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোরছালিন ওই গ্রামের মো. নুরুজ্জামানের ছেলে।

সদর থানার ওসি (তদন্ত) মাহমুদ উন নবী জানান, শুক্রবার সকালে সুরতহাল তৈরি করে নীলফামারী জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়। এ ঘটনায় নিহতের বাবা নুরুজ্জামান বাদী হয়ে সৎ দাদি তাসলিমাকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

ওসি (তদন্ত) জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সৎ দাদি তাসলিমা এ হত্যাকাণ্ড ঘটিয়ে ঘরে তালা দিয়ে পালিয়ে গেছে। পুলিশের একটি টিম অভিযান চালাচ্ছে। তাকে আটক করতে পারলে এ হত্যাকাণ্ডটির রহস্য উন্মোচিত হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এএসএম মুক্তারুজ্জামান জানান, আসামিকে গ্রেফতারে চেষ্টা চলছে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন