সন্তান বিক্রি করার সময় যুবক আটক
মুলাদীতে দুই মাস বয়সী সন্তান বিক্রি করার সময় সোহরাব হোসেন (৩০) নামের এক পিতাকে আটক করেছেন স্থানীয়রা।
শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের ডিক্রীরচর গ্রামের প্যাদারহাট এলাকায় সন্তান বিক্রির চেষ্টার সময় তাকে আটক করে মুলাদী থানায় সোপর্দ করেছেন স্থানীয়রা। আটক সোহরাব হোসেন মুলাদী পৌর সদরের পূর্ব তেরচর এলাকায় ভাড়া থাকেন।
স্থানীয়রা জানান, সোহরাবের আয়-রোজগার না থাকায় শনিবার তার স্ত্রী ময়না আক্তারের সাথে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে ময়না আক্তার রাগ করে তার শিশুপুত্রকে পিতার কোলে দিয়ে বাসা থেকে বের হয়ে যেতে বললে সোহরাব সন্তানকে নিয়ে প্যাদারহাট বন্দর এলাকায় সিকদার বাড়িতে বিক্রির চেষ্টা চালায়। এ সময় ওই বাড়ির লোকজন সোহরাবকে শিশু পাচারকারী হিসেবে সন্দেহ করে আটক করে মুলাদী থানায় সংবাদ দিলে পুলিশ তাকে গ্রেফতার করে।
এ ব্যাপারে মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দীন জানান, স্বামী-স্ত্রীর ঝগড়ার জের ধরে সোহবার শিশুসন্তানকে নিয়ে বাসা থেকে বের হয়ে বিক্রি করার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে পাচারকারী সন্দেহে আটক করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সন্তান বিক্রি করার সময় যুবক আটক
মুলাদীতে দুই মাস বয়সী সন্তান বিক্রি করার সময় সোহরাব হোসেন (৩০) নামের এক পিতাকে আটক করেছেন স্থানীয়রা।
শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের ডিক্রীরচর গ্রামের প্যাদারহাট এলাকায় সন্তান বিক্রির চেষ্টার সময় তাকে আটক করে মুলাদী থানায় সোপর্দ করেছেন স্থানীয়রা। আটক সোহরাব হোসেন মুলাদী পৌর সদরের পূর্ব তেরচর এলাকায় ভাড়া থাকেন।
স্থানীয়রা জানান, সোহরাবের আয়-রোজগার না থাকায় শনিবার তার স্ত্রী ময়না আক্তারের সাথে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে ময়না আক্তার রাগ করে তার শিশুপুত্রকে পিতার কোলে দিয়ে বাসা থেকে বের হয়ে যেতে বললে সোহরাব সন্তানকে নিয়ে প্যাদারহাট বন্দর এলাকায় সিকদার বাড়িতে বিক্রির চেষ্টা চালায়। এ সময় ওই বাড়ির লোকজন সোহরাবকে শিশু পাচারকারী হিসেবে সন্দেহ করে আটক করে মুলাদী থানায় সংবাদ দিলে পুলিশ তাকে গ্রেফতার করে।
এ ব্যাপারে মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দীন জানান, স্বামী-স্ত্রীর ঝগড়ার জের ধরে সোহবার শিশুসন্তানকে নিয়ে বাসা থেকে বের হয়ে বিক্রি করার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে পাচারকারী সন্দেহে আটক করেন।