রাজৈর পৌর নির্বাচন: চার বিদ্রোহী আ'লীগ নেতাকে সাময়িক বহিষ্কার
মাদারীপুর ও টেকেরহাট প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২০, ২০:৪৪:১৪ | অনলাইন সংস্করণ
সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণার পর একই অনুষ্ঠানে চার বিদ্রোহী আওয়ামী লীগ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ।
শনিবার দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলা আওয়ামী লীগের দলীয় অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লার সভাপতিত্বে নির্বাচনী ইশতেহার পাঠ করেন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক নাজমা রশীদ।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সুজিত চ্যাটার্জি, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান গোলাম মাওলা, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক ও সাংবাদিক গোলাম মাওলা আকন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জমির উদ্দিন খান, মুক্তিযোদ্ধা কমান্ডার সেকান্দার আলী শেখ, রাজৈর প্রেস ক্লাব সভাপতি খোন্দকার আবদুল মতিন প্রমুখ।
ওই সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগ চার বিদ্রোহী আওয়ামী লীগ নেতাকে সাময়িক বহিষ্কারের ঘোষণা দেয়। সাময়িক বহিষ্কৃতরা হলেন- সংগঠনবিরোধী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নিজের মেয়ে মেয়র প্রার্থী গোপা শারমিনকে সমর্থন করায় রাজৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএ মোতালেব মিয়া, সংগঠনবিরোধী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে মেয়র প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান বক্কার, একই কারণে স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র শামীম নেওয়াজ ও পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক গোপা শারমিন।
এছাড়াও সংগঠনবিরোধী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় যুবলীগের আহবায়ক রেদওয়ানুল হক রিজন ও শ্রমিক লীগের সভাপতি সাহাবুদ্দিন সাহাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রাজৈর পৌর নির্বাচন: চার বিদ্রোহী আ'লীগ নেতাকে সাময়িক বহিষ্কার
সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণার পর একই অনুষ্ঠানে চার বিদ্রোহী আওয়ামী লীগ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ।
শনিবার দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলা আওয়ামী লীগের দলীয় অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লার সভাপতিত্বে নির্বাচনী ইশতেহার পাঠ করেন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক নাজমা রশীদ।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সুজিত চ্যাটার্জি, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান গোলাম মাওলা, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক ও সাংবাদিক গোলাম মাওলা আকন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জমির উদ্দিন খান, মুক্তিযোদ্ধা কমান্ডার সেকান্দার আলী শেখ, রাজৈর প্রেস ক্লাব সভাপতি খোন্দকার আবদুল মতিন প্রমুখ।
ওই সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগ চার বিদ্রোহী আওয়ামী লীগ নেতাকে সাময়িক বহিষ্কারের ঘোষণা দেয়। সাময়িক বহিষ্কৃতরা হলেন- সংগঠনবিরোধী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নিজের মেয়ে মেয়র প্রার্থী গোপা শারমিনকে সমর্থন করায় রাজৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএ মোতালেব মিয়া, সংগঠনবিরোধী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে মেয়র প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান বক্কার, একই কারণে স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র শামীম নেওয়াজ ও পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক গোপা শারমিন।
এছাড়াও সংগঠনবিরোধী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় যুবলীগের আহবায়ক রেদওয়ানুল হক রিজন ও শ্রমিক লীগের সভাপতি সাহাবুদ্দিন সাহাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।