টঙ্গীবাড়ীতে করোনা মোকাবেলায় মাস্ক হোমিও ওষুধ বিতরণ
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২০, ২১:৪১:০০ | অনলাইন সংস্করণ
বাংলাদেশ পুলিশের এডিশনাল আইজি মাহবুব হোসেনের উদ্যোগে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় নানা শ্রেণি-পেশার মানুষের মাঝে করোনা মোকাবেলায় মাস্ক ও হোমিওপ্যাথিক ওষুধ বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুল বাতেন।
ব্যবসায়ী হজ কাফেলা ট্রাভেলস ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী কৃষক লীগের ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানার সহ-সভাপতি শেখ মো. শামসুর আলম শাহীনের সার্বিক সহযোগিতায় এসব মাস্ক বিতরণ করা হয়।
সোনারং টঙ্গীবাড়ী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটনের সভাপতিত্বে মাস্ক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সমাজসেবক মো. সাইফুল ইসলাম, খাদেম স্টিল অ্যান্ড রি-রোলিং মিলসের প্রোপাইটর এসকে মো. জামাল, টঙ্গীবাড়ী উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবদুল হাকিম খান, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন খান বাদল। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সমাজসেবিকা শারমিন জাহান, কনিকা হাসিনা, আদি, মিরা প্রমুখ।
অতিথিরা টঙ্গীবাড়ী উপজেলার প্রায় সহস্রাধিক মানুষের মাঝে সামাজিক দূরত্ব মেনে মাস্ক ও করোনা প্রতিরোধে হোমিওপ্যাথিক ওষুধ বিতরণ করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
টঙ্গীবাড়ীতে করোনা মোকাবেলায় মাস্ক হোমিও ওষুধ বিতরণ
বাংলাদেশ পুলিশের এডিশনাল আইজি মাহবুব হোসেনের উদ্যোগে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় নানা শ্রেণি-পেশার মানুষের মাঝে করোনা মোকাবেলায় মাস্ক ও হোমিওপ্যাথিক ওষুধ বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুল বাতেন।
ব্যবসায়ী হজ কাফেলা ট্রাভেলস ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী কৃষক লীগের ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানার সহ-সভাপতি শেখ মো. শামসুর আলম শাহীনের সার্বিক সহযোগিতায় এসব মাস্ক বিতরণ করা হয়।
সোনারং টঙ্গীবাড়ী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটনের সভাপতিত্বে মাস্ক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সমাজসেবক মো. সাইফুল ইসলাম, খাদেম স্টিল অ্যান্ড রি-রোলিং মিলসের প্রোপাইটর এসকে মো. জামাল, টঙ্গীবাড়ী উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবদুল হাকিম খান, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন খান বাদল। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সমাজসেবিকা শারমিন জাহান, কনিকা হাসিনা, আদি, মিরা প্রমুখ।
অতিথিরা টঙ্গীবাড়ী উপজেলার প্রায় সহস্রাধিক মানুষের মাঝে সামাজিক দূরত্ব মেনে মাস্ক ও করোনা প্রতিরোধে হোমিওপ্যাথিক ওষুধ বিতরণ করেন।