বঙ্গবন্ধু রাজনীতি করেছেন মানুষের অধিকারের জন্য: খালিদ মাহমুদ
দিনাজপুর প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২০, ২২:১৯:৪৫ | অনলাইন সংস্করণ
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, গৃহনির্মাণ প্রকল্পের মাঝেই বঙ্গবন্ধু বেঁচে থাকবেন। এই গৃহের মধ্যেই বঙ্গবন্ধুর আদর্শ ও রাজনীতি দণ্ডায়মান থাকবে। বঙ্গবন্ধু রাজনীতি করেছেন মানুষের অধিকারের জন্য। বাংলাদেশকে স্বাবলম্বী করে জাতিকে মর্যাদা দেয়ার জন্য রাজনীতি করেছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে বাসস্থানের ব্যবস্থা করাসহ প্রত্যেকটি জনগোষ্ঠীকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলে বাংলাদেশকে মানবসম্পদে তৈরি করবে। বাংলাদেশ ১৬ কোটি জনগোষ্ঠীর একটি দেশ। শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত দেশে রূপান্তরিত করা হবে।
রোববার বিকালে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার রণগাঁও ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের অধীন ‘ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য গৃহনির্মাণ’ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী।
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার আলী, ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান প্রমুখ।
এরপর প্রধান অতিথি ৬ ডিসেম্বর বোচাগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বঙ্গবন্ধু রাজনীতি করেছেন মানুষের অধিকারের জন্য: খালিদ মাহমুদ
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, গৃহনির্মাণ প্রকল্পের মাঝেই বঙ্গবন্ধু বেঁচে থাকবেন। এই গৃহের মধ্যেই বঙ্গবন্ধুর আদর্শ ও রাজনীতি দণ্ডায়মান থাকবে। বঙ্গবন্ধু রাজনীতি করেছেন মানুষের অধিকারের জন্য। বাংলাদেশকে স্বাবলম্বী করে জাতিকে মর্যাদা দেয়ার জন্য রাজনীতি করেছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে বাসস্থানের ব্যবস্থা করাসহ প্রত্যেকটি জনগোষ্ঠীকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলে বাংলাদেশকে মানবসম্পদে তৈরি করবে। বাংলাদেশ ১৬ কোটি জনগোষ্ঠীর একটি দেশ। শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত দেশে রূপান্তরিত করা হবে।
রোববার বিকালে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার রণগাঁও ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের অধীন ‘ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য গৃহনির্মাণ’ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী।
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার আলী, ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান প্রমুখ।
এরপর প্রধান অতিথি ৬ ডিসেম্বর বোচাগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভায় অংশগ্রহণ করেন।