মুজিববর্ষ উপলক্ষে ডিমলায় ঘর পাচ্ছে ১৮৫ পরিবার
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২০, ১৮:৫২:৩১ | অনলাইন সংস্করণ
মুজিববর্ষ উপলক্ষে নীলফামারীর ডিমলায় প্রধানমন্ত্রীর উপহার ঘর পেতে যাচ্ছে ১৮৫ ভূমিহীন পরিবার। আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় প্রথম পর্যায়ে উপজেলার ১৮৫টি পরিবারকে ৩ কোটি ২৩ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে সরকারি খাসজমিতে আধাপাকা ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। প্রতিটি ভূমিহীন পরিবারের জন্য বরাদ্দ রয়েছে ১ লাখ ৭৫ হাজার টাকা।
বুধবার দুপুরে ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের বন্দর খড়িবাড়ী গ্রামে ”বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিবাস” গ্রামের ২০টি পরিবারের আধাপাকা ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সস্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী, ওসি সিরাজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, ত্রাণ শাখার উপ-প্রকৌশলী ফেরদৌস আলম, খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মুজিববর্ষ উপলক্ষে ডিমলায় ঘর পাচ্ছে ১৮৫ পরিবার
মুজিববর্ষ উপলক্ষে নীলফামারীর ডিমলায় প্রধানমন্ত্রীর উপহার ঘর পেতে যাচ্ছে ১৮৫ ভূমিহীন পরিবার। আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় প্রথম পর্যায়ে উপজেলার ১৮৫টি পরিবারকে ৩ কোটি ২৩ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে সরকারি খাসজমিতে আধাপাকা ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। প্রতিটি ভূমিহীন পরিবারের জন্য বরাদ্দ রয়েছে ১ লাখ ৭৫ হাজার টাকা।
বুধবার দুপুরে ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের বন্দর খড়িবাড়ী গ্রামে ”বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিবাস” গ্রামের ২০টি পরিবারের আধাপাকা ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সস্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী, ওসি সিরাজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, ত্রাণ শাখার উপ-প্রকৌশলী ফেরদৌস আলম, খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।