সাতক্ষীরায় ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত
সাতক্ষীরা প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২০, ২০:২২:৩৭ | অনলাইন সংস্করণ
সাতক্ষীরায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন আমদানিকারকসহ ২ জন নিহত হয়েছেন। বুধবার বিকাল ৩টার দিকে সাতক্ষীরা-ভোমরা সড়কের নবাতকাটিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোটরসাইকেলচালক ভোমরা গ্রামের কবিরুল ইসলাম (৪০) ও যশোরের নোয়াপাড়ার আমদানিকারক সাধন কুমার সেন (৩৯)। দুর্ঘটনার পরপরই ট্রাকটি আরেকটি যাত্রীবাহী ভ্যানে ধাক্কা দিলে সেখানে আহত হন দুইজন। তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, কবিরুল ইসলাম তার ভাড়ার মোটরসাইকেলে আমদানিকারক সাধন সেনকে নিয়ে সাতক্ষীরা অভিমুখে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দুইজন নিহত হন।
ওসি আরও বলেন, ভ্যানযাত্রী অপর দুইজনকে গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি আটক করা গেলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাতক্ষীরায় ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত
সাতক্ষীরায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন আমদানিকারকসহ ২ জন নিহত হয়েছেন। বুধবার বিকাল ৩টার দিকে সাতক্ষীরা-ভোমরা সড়কের নবাতকাটিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোটরসাইকেলচালক ভোমরা গ্রামের কবিরুল ইসলাম (৪০) ও যশোরের নোয়াপাড়ার আমদানিকারক সাধন কুমার সেন (৩৯)। দুর্ঘটনার পরপরই ট্রাকটি আরেকটি যাত্রীবাহী ভ্যানে ধাক্কা দিলে সেখানে আহত হন দুইজন। তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, কবিরুল ইসলাম তার ভাড়ার মোটরসাইকেলে আমদানিকারক সাধন সেনকে নিয়ে সাতক্ষীরা অভিমুখে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দুইজন নিহত হন।
ওসি আরও বলেন, ভ্যানযাত্রী অপর দুইজনকে গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি আটক করা গেলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।