নেত্রকোনোয় ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা, পুলিশসহ আহত ৬
নেত্রকোনা প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২০, ২১:৪৮:১২ | অনলাইন সংস্করণ
নেত্রকোনার দুর্গাপুরের সোমেশ্বরী নদীতে অবৈধ ড্রেজার মেশিন জব্দ করার সময় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা করা হয়েছে।
এতে ৪ পুলিশ সদস্যসহ ৬ জন আহত হয়েছেন। বুধবার বিকালে সোমেশ্বরী নদীর ১নং বালুঘাটে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- দুর্গাপুর থানার এসআই রুকন উদ্দিন (৪০), কনস্টেবল খলিলুর রহমান (৫৫), কনস্টেবল রুবেল মিয়া (৩০), ভূমি অফিস কর্মচারী নজরুল ইসলাম (৪৫), এরশাদুল ইসলাম (৩২) ও ঘাট শ্রমিক রফিক ৩৫)।
পুলিশ জানায়, সোমেশ্বরী নদীর ১নং বালুঘাটে সীমানা নির্ধারণ, অবৈধ ড্রেজার মেশিন জব্দ ও অবৈধভাবে উত্তোলনকৃত নুড়িপাথর জব্দ করার সময় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র বর্মণের গাড়িতে অতর্কিতভাবে ইটপাটকেল ছুড়ে হামলা করে ইজারাদারের লোকজন।
এ সময় আদালতের কাজে নিয়োজিত চার পুলিশ সদস্য ও দুই উপসহকারী ভূমি কর্মকর্তা আহত হন। তারা দুর্গাপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভাংচুর করা হয়েছে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের গাড়ি।
ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম, এএসপি মাহমুদা শারমিন নেলী, নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র বর্মণ, ওসি শাহনুর এ আলমসহ টাস্কফোর্সের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রায় ৫০টি অবৈধ বাংলা ড্রেজার ধ্বংস করেন।
সোমেশ্বরী নদীর ১নং বালুঘাটের ইজারাদারের তদারকির দায়িত্বে থাকা ফারুক আহমেদের মোবাইল বন্ধ থাকায় এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।
নেত্রকোনার জেলা প্রশাসক কাজি আবদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহতদের দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সেই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বালুঘাটের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নেত্রকোনোয় ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা, পুলিশসহ আহত ৬
নেত্রকোনার দুর্গাপুরের সোমেশ্বরী নদীতে অবৈধ ড্রেজার মেশিন জব্দ করার সময় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা করা হয়েছে।
এতে ৪ পুলিশ সদস্যসহ ৬ জন আহত হয়েছেন। বুধবার বিকালে সোমেশ্বরী নদীর ১নং বালুঘাটে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- দুর্গাপুর থানার এসআই রুকন উদ্দিন (৪০), কনস্টেবল খলিলুর রহমান (৫৫), কনস্টেবল রুবেল মিয়া (৩০), ভূমি অফিস কর্মচারী নজরুল ইসলাম (৪৫), এরশাদুল ইসলাম (৩২) ও ঘাট শ্রমিক রফিক ৩৫)।
পুলিশ জানায়, সোমেশ্বরী নদীর ১নং বালুঘাটে সীমানা নির্ধারণ, অবৈধ ড্রেজার মেশিন জব্দ ও অবৈধভাবে উত্তোলনকৃত নুড়িপাথর জব্দ করার সময় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র বর্মণের গাড়িতে অতর্কিতভাবে ইটপাটকেল ছুড়ে হামলা করে ইজারাদারের লোকজন।
এ সময় আদালতের কাজে নিয়োজিত চার পুলিশ সদস্য ও দুই উপসহকারী ভূমি কর্মকর্তা আহত হন। তারা দুর্গাপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভাংচুর করা হয়েছে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের গাড়ি।
ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম, এএসপি মাহমুদা শারমিন নেলী, নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র বর্মণ, ওসি শাহনুর এ আলমসহ টাস্কফোর্সের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রায় ৫০টি অবৈধ বাংলা ড্রেজার ধ্বংস করেন।
সোমেশ্বরী নদীর ১নং বালুঘাটের ইজারাদারের তদারকির দায়িত্বে থাকা ফারুক আহমেদের মোবাইল বন্ধ থাকায় এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।
নেত্রকোনার জেলা প্রশাসক কাজি আবদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহতদের দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সেই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বালুঘাটের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন।