স্কুলছাত্রীকে হুমকির অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে জিডি
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২০, ২০:৪০:৩০ | অনলাইন সংস্করণ
মাদারীপুরের কালকিনিতে স্কুলছাত্রীকে হুমকির অভিযোগে মিজানুর রহমান মারুফ (২৬) নামে এক ছাত্রলীগ নেতাসহ চারজনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছে ভুক্তভোগীর পরিবার।
অভিযুক্ত মিজানুর রহমান মারুফ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি। আজ বৃহস্পতিবার দুপুরে থানা ও ভুক্তভোগী পরিবার সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জিডি সূত্রে জানা গেছে, উপজেলার গোপালপুর গ্রামের আবদুল কুদ্দুস মাতুব্বরের ছেলে ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মারুফের সঙ্গে একই এলাকার সাহানাজ পারভিন ইরানীর সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এর জের ধরে সাহানাজ পারভিন ইরানীর স্কুলপড়ুয়া মেয়াকে বড় ধরনের ক্ষতিগ্রস্ত করবে বলে হুমকি দিয়ে আসছে মিজানুর রহমান মারুফ ও তার ভাই তুহিন মাতুব্বর। এ ঘটনায় সাহানাজ পারভিন ইরানী বাদী হয়ে কালকিনি থানায় মিজানুর রহমান মারুফকে প্রধান করে চারজনের নামে একটি সাধারণ ডায়েরি করেন।
ভুক্তভোগী স্কুলছাত্রীর মা সাহানাজ পারভিন ইরানী বলেন, মারুফের ভয়ে আমার মেয়ে ঘর থেকে বের হতে পারছে না। আমার মেয়েকে মারুফ ক্ষতিগ্রস্ত করার হুমকি দেয়ায় আমি জিডি করেছি।
অভিযুক্ত ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মারুফ বলেন, আমাকে সমাজে হেয়প্রতিপন্ন করার জন্য আমার বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে। মূলত এ ঘটনা একটা ষড়যন্ত্র।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. নাছির উদ্দিন মৃধা বলেন, হুমকির ঘটনায় থানায় জিডি নেয়া হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
স্কুলছাত্রীকে হুমকির অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে জিডি
মাদারীপুরের কালকিনিতে স্কুলছাত্রীকে হুমকির অভিযোগে মিজানুর রহমান মারুফ (২৬) নামে এক ছাত্রলীগ নেতাসহ চারজনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছে ভুক্তভোগীর পরিবার।
অভিযুক্ত মিজানুর রহমান মারুফ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি। আজ বৃহস্পতিবার দুপুরে থানা ও ভুক্তভোগী পরিবার সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জিডি সূত্রে জানা গেছে, উপজেলার গোপালপুর গ্রামের আবদুল কুদ্দুস মাতুব্বরের ছেলে ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মারুফের সঙ্গে একই এলাকার সাহানাজ পারভিন ইরানীর সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এর জের ধরে সাহানাজ পারভিন ইরানীর স্কুলপড়ুয়া মেয়াকে বড় ধরনের ক্ষতিগ্রস্ত করবে বলে হুমকি দিয়ে আসছে মিজানুর রহমান মারুফ ও তার ভাই তুহিন মাতুব্বর। এ ঘটনায় সাহানাজ পারভিন ইরানী বাদী হয়ে কালকিনি থানায় মিজানুর রহমান মারুফকে প্রধান করে চারজনের নামে একটি সাধারণ ডায়েরি করেন।
ভুক্তভোগী স্কুলছাত্রীর মা সাহানাজ পারভিন ইরানী বলেন, মারুফের ভয়ে আমার মেয়ে ঘর থেকে বের হতে পারছে না। আমার মেয়েকে মারুফ ক্ষতিগ্রস্ত করার হুমকি দেয়ায় আমি জিডি করেছি।
অভিযুক্ত ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মারুফ বলেন, আমাকে সমাজে হেয়প্রতিপন্ন করার জন্য আমার বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে। মূলত এ ঘটনা একটা ষড়যন্ত্র।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. নাছির উদ্দিন মৃধা বলেন, হুমকির ঘটনায় থানায় জিডি নেয়া হয়েছে।