বানারীপাড়ায় অপহৃত কলেজছাত্রী উদ্ধার, আসামি গ্রেফতার
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২০, ২০:৫৩:৫০ | অনলাইন সংস্করণ
বরিশালের বানারীপাড়ায় এক কলেজছাত্রী অপহরণ মামলার আসামি রবিউল মৃধা নামের এক যুবককে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালের ওসিসিতে ভর্তি করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে থানা পুলিশের এসআই মো. শাহাদাত হোসেন পটুয়াখালী জেলার বাউফল থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে কেশবপুর এলাকা থেকে রবিউল নামের এক যুবককে গ্রেফতার ও ভিকটিমকে (১৭) উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন ও ইন্সপেক্টর (তদন্ত) মো. জাফর আহম্মেদ যুগান্তরকে বলেন, ৯ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় এক কলেজছাত্রী অপহরণের অভিযোগে বুধবার রাতে ভিকটিমের পিতা বাদী হয়ে রবিউল মৃধাসহ ৩ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার প্রধান আসামি রবিউলকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করার পাশাপাশি ভিকটিমকে বরিশাল শেবাচিম হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। এছাড়া পলাতক অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বানারীপাড়ায় অপহৃত কলেজছাত্রী উদ্ধার, আসামি গ্রেফতার
বরিশালের বানারীপাড়ায় এক কলেজছাত্রী অপহরণ মামলার আসামি রবিউল মৃধা নামের এক যুবককে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালের ওসিসিতে ভর্তি করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে থানা পুলিশের এসআই মো. শাহাদাত হোসেন পটুয়াখালী জেলার বাউফল থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে কেশবপুর এলাকা থেকে রবিউল নামের এক যুবককে গ্রেফতার ও ভিকটিমকে (১৭) উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন ও ইন্সপেক্টর (তদন্ত) মো. জাফর আহম্মেদ যুগান্তরকে বলেন, ৯ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় এক কলেজছাত্রী অপহরণের অভিযোগে বুধবার রাতে ভিকটিমের পিতা বাদী হয়ে রবিউল মৃধাসহ ৩ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার প্রধান আসামি রবিউলকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করার পাশাপাশি ভিকটিমকে বরিশাল শেবাচিম হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। এছাড়া পলাতক অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।