পিণ্ডির হাত থেকে মুক্তি পেয়েছিলাম বলে দিল্লির হাতে দাসত্ব নয়: হাসান সরকার
গাজীপুর প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২০, ২০:২৭:৩৩ | অনলাইন সংস্করণ
বিএনপির কেন্দ্রীয় সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, আমরা দেশ স্বাধীন করে পিণ্ডির হাত থেকে মুক্তি পেয়েছিলাম তাই বলে দিল্লির দাসত্ব করতে দেব না।
সোমবার দুপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর গাজীপুরের ছয়দানা মালেকেরবাড়ি (দাউদের মাঠ) সর্বশেষ সম্মুখযুদ্ধে পাক-হানাদার মুক্ত দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসান সরকার বলেন, মানুষের দুটি জীবন- একটি ঘৃণিত জীবন আরেকটি নন্দিত জীবন। রাজনীতিতে জীবনটাকে ঘৃণিত জীবন হিসেবে বেছে নেবেন না নন্দিত জীবন হিসেবে বেছে নেবেন- তার সিদ্ধান্ত নিতে হবে। জীবনকে যদি নন্দিত জীবন হিসেবে বেছে নিতে চান তাহলে লড়াই সংগ্রাম ও সত্যের পথে জীবনকে দান করতে হবে।
সরকারকে গণতন্ত্র ফিরেয়ে দেয়ার আহবান জানিয়ে তিনি বলেন, জনগণকে ভোট দেয়ার অধিকার ফিরিয়ে দিন। মানুষ এখন ভোট কেন্দ্রে যায় না। দেশের উন্নয়ন হচ্ছে জনগণের টাকায়। কারও বাপ-দাদার সম্পত্তি বিক্রি করে সে টাকায় উন্নয়ন হচ্ছে না। জনগণের ভ্যাট-ট্যাক্সের টাকায় উন্নয়ন হচ্ছে।
গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, বিএনপির কেন্দ্রীয় সদস্য ডা. মাজহারুল আলম, গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহরাব উদ্দিন।
গাছা থানা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সামাদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বাসন থানা বিএনপির সভাপতি বশির আহমেদ বাচ্চু, সাধারণ সম্পাদক কাউন্সিলর মোসলেম উদ্দিন চৌধুরী মূসা, বিএনপি নেতা আবদুল করিম, হাজী আবদুস সামাদ প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিণ্ডির হাত থেকে মুক্তি পেয়েছিলাম বলে দিল্লির হাতে দাসত্ব নয়: হাসান সরকার
বিএনপির কেন্দ্রীয় সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, আমরা দেশ স্বাধীন করে পিণ্ডির হাত থেকে মুক্তি পেয়েছিলাম তাই বলে দিল্লির দাসত্ব করতে দেব না।
সোমবার দুপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর গাজীপুরের ছয়দানা মালেকেরবাড়ি (দাউদের মাঠ) সর্বশেষ সম্মুখযুদ্ধে পাক-হানাদার মুক্ত দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসান সরকার বলেন, মানুষের দুটি জীবন- একটি ঘৃণিত জীবন আরেকটি নন্দিত জীবন। রাজনীতিতে জীবনটাকে ঘৃণিত জীবন হিসেবে বেছে নেবেন না নন্দিত জীবন হিসেবে বেছে নেবেন- তার সিদ্ধান্ত নিতে হবে। জীবনকে যদি নন্দিত জীবন হিসেবে বেছে নিতে চান তাহলে লড়াই সংগ্রাম ও সত্যের পথে জীবনকে দান করতে হবে।
সরকারকে গণতন্ত্র ফিরেয়ে দেয়ার আহবান জানিয়ে তিনি বলেন, জনগণকে ভোট দেয়ার অধিকার ফিরিয়ে দিন। মানুষ এখন ভোট কেন্দ্রে যায় না। দেশের উন্নয়ন হচ্ছে জনগণের টাকায়। কারও বাপ-দাদার সম্পত্তি বিক্রি করে সে টাকায় উন্নয়ন হচ্ছে না। জনগণের ভ্যাট-ট্যাক্সের টাকায় উন্নয়ন হচ্ছে।
গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, বিএনপির কেন্দ্রীয় সদস্য ডা. মাজহারুল আলম, গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহরাব উদ্দিন।
গাছা থানা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সামাদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বাসন থানা বিএনপির সভাপতি বশির আহমেদ বাচ্চু, সাধারণ সম্পাদক কাউন্সিলর মোসলেম উদ্দিন চৌধুরী মূসা, বিএনপি নেতা আবদুল করিম, হাজী আবদুস সামাদ প্রমুখ।