টঙ্গীতে দুই দিনের জোড় ইজতেমা শুক্রবার
যুগান্তর রিপোর্ট, টঙ্গী
১৭ ডিসেম্বর ২০২০, ২২:১৮:৪২ | অনলাইন সংস্করণ
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে দুই দিনব্যাপী জোড় ইজতেমা শুক্রবার সকাল থেকে শুরু হবে। বৃহস্পতিবার দুপুর থেকেই দলে দলে আসতে শুরু করেছেন তিন চিল্লার সাথীরা।
শূরা-ই-নেজামের তত্ত্বাবধানে বাংলাদেশের কাকরাইল জামে মসজিদের খতিব ও তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বি হাফেজ মাওলানা জোবায়ের আহম্মেদের অনুসারী তিন চিল্লার সাথীরা (শুক্র ও শনি) দুই দিনের জোড় ইজতেমায় অংশ নেবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শূরা-ই-নেজামের তত্ত্বাবধানে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক মুফতি জহির ইবনে মুসলিম।
বৃহস্পতিবার দুপুরে সরেজমিন বিশ্ব ইজতেমা ময়দান ঘুরে দেখা যায়, তিন চিল্লার সাথীরা বাস, ট্রাক ও পিকআপ ভ্যানে করে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে দুইদিনের জোড় ইজতেমায় যোগ দিতে ময়দানের উত্তরপূর্ব কোণে নির্মিত টিনশেডের মসজিদে জড়ো হচ্ছেন। শনিবার দুপুরের পূর্বে মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে দুই দিনের জোড় ইজতেমা। মুরব্বিদের দিকনির্দেশনা অনুসারে ময়দান থেকেই দ্বীনের দাওয়াতি কাজে দেশ-বিদেশে ছড়িয়ে পড়বেন এসব চিল্লার সাথীরা।
বিশ্ব ইজতেমা ময়দানে আসা তিন চিল্লার সাথী মো. জমশের আলী (৫৫) জানান, টাঙ্গাইলের গোপালপুর এলাকা থেকে ৫৫ জনের একদল সাথী দুই দিনের জোড় ইজতেমায় অংশ নিতে টিনশেড মসজিদে অবস্থান নিয়েছেন। শনিবার মোনাজাতের পর আবার দাওয়াতের কাজে বেরিয়ে যাবেন।
মানিকগঞ্জের সিংগাইর থেকে ৩০ জন তিন চিল্লার সাথী নিয়ে এসেছেন মো. জোবায়ের আহমেদ। তিনি জানালেন, দুই দিনের জোড় ইজতেমায় শীর্ষ মুরব্বিদের দিকনির্দেশনা অনুযায়ী দ্বীনের দাওয়াতি কাজে বেরিয়ে পড়ব ইনশাআল্লাহ। সার্বিক পরিস্থিতি ভালো হলে আগামী ৮, ৯ ও ১০ জানুয়ারি বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হলে মুরব্বিদের নির্দেশনা অনুযায়ী ময়দানে জমায়েত হব।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
টঙ্গীতে দুই দিনের জোড় ইজতেমা শুক্রবার
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে দুই দিনব্যাপী জোড় ইজতেমা শুক্রবার সকাল থেকে শুরু হবে। বৃহস্পতিবার দুপুর থেকেই দলে দলে আসতে শুরু করেছেন তিন চিল্লার সাথীরা।
শূরা-ই-নেজামের তত্ত্বাবধানে বাংলাদেশের কাকরাইল জামে মসজিদের খতিব ও তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বি হাফেজ মাওলানা জোবায়ের আহম্মেদের অনুসারী তিন চিল্লার সাথীরা (শুক্র ও শনি) দুই দিনের জোড় ইজতেমায় অংশ নেবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শূরা-ই-নেজামের তত্ত্বাবধানে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক মুফতি জহির ইবনে মুসলিম।
বৃহস্পতিবার দুপুরে সরেজমিন বিশ্ব ইজতেমা ময়দান ঘুরে দেখা যায়, তিন চিল্লার সাথীরা বাস, ট্রাক ও পিকআপ ভ্যানে করে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে দুইদিনের জোড় ইজতেমায় যোগ দিতে ময়দানের উত্তরপূর্ব কোণে নির্মিত টিনশেডের মসজিদে জড়ো হচ্ছেন। শনিবার দুপুরের পূর্বে মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে দুই দিনের জোড় ইজতেমা। মুরব্বিদের দিকনির্দেশনা অনুসারে ময়দান থেকেই দ্বীনের দাওয়াতি কাজে দেশ-বিদেশে ছড়িয়ে পড়বেন এসব চিল্লার সাথীরা।
বিশ্ব ইজতেমা ময়দানে আসা তিন চিল্লার সাথী মো. জমশের আলী (৫৫) জানান, টাঙ্গাইলের গোপালপুর এলাকা থেকে ৫৫ জনের একদল সাথী দুই দিনের জোড় ইজতেমায় অংশ নিতে টিনশেড মসজিদে অবস্থান নিয়েছেন। শনিবার মোনাজাতের পর আবার দাওয়াতের কাজে বেরিয়ে যাবেন।
মানিকগঞ্জের সিংগাইর থেকে ৩০ জন তিন চিল্লার সাথী নিয়ে এসেছেন মো. জোবায়ের আহমেদ। তিনি জানালেন, দুই দিনের জোড় ইজতেমায় শীর্ষ মুরব্বিদের দিকনির্দেশনা অনুযায়ী দ্বীনের দাওয়াতি কাজে বেরিয়ে পড়ব ইনশাআল্লাহ। সার্বিক পরিস্থিতি ভালো হলে আগামী ৮, ৯ ও ১০ জানুয়ারি বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হলে মুরব্বিদের নির্দেশনা অনুযায়ী ময়দানে জমায়েত হব।