সেন্টমার্টিনে ২ লাখ ৭০ হাজার পিস ইয়াবাসহ ট্রলার জব্দ
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২০, ১১:২৬:৫১ | অনলাইন সংস্করণ
সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ২ লাখ ৭০ হাজার পিস ইয়াবাসহ একটি ট্রলার জব্দ করেছেন কোস্টগার্ড সদস্যরা।
বুধবার ভোরে সেন্টমার্টিনের অদূরে উপকূল থেকে এসব ইয়াবা জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার আবদুল্লাহ আল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, ভোরে সেন্টমার্টিন ও টেকনাফ কোস্টগার্ড সদস্যরা মিয়ানমার থেকে পাচারের সময় যৌথ অভিযান চালিয়ে সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে ২ লাখ ৭০ হাজার পিস ইয়াবাসহ একটি ট্রলার জব্দ করেন।
এ ব্যাপারে দুপুরে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সেন্টমার্টিনে ২ লাখ ৭০ হাজার পিস ইয়াবাসহ ট্রলার জব্দ
সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ২ লাখ ৭০ হাজার পিস ইয়াবাসহ একটি ট্রলার জব্দ করেছেন কোস্টগার্ড সদস্যরা।
বুধবার ভোরে সেন্টমার্টিনের অদূরে উপকূল থেকে এসব ইয়াবা জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার আবদুল্লাহ আল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, ভোরে সেন্টমার্টিন ও টেকনাফ কোস্টগার্ড সদস্যরা মিয়ানমার থেকে পাচারের সময় যৌথ অভিযান চালিয়ে সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে ২ লাখ ৭০ হাজার পিস ইয়াবাসহ একটি ট্রলার জব্দ করেন।
এ ব্যাপারে দুপুরে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার।