মাদ্রাসাশিক্ষকের নেতৃত্বে স্কুলছাত্রী অপহরণ
ফেনী প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২০, ২২:১৬:৩৯ | অনলাইন সংস্করণ
ফেনীর সোনাগাজীতে ষষ্ঠ শ্রেণির ছাত্রী (১২) অপহরণের চার দিন পরও উদ্ধার করতে পারেনি পুলিশ। রোববার সকালে স্কুলে পরীক্ষার অ্যাসাইনমেন্ট জমা দিয়ে বাড়ি ফেরার পথে মাদ্রাসাশিক্ষক নূরেরজামানের নেতৃত্বে তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ উঠেছে।
সোনাগাজী থানা পুলিশ, স্কুলছাত্রীর পরিবার, এলাকাবাসী জানান, মেয়েটি ষষ্ঠ শ্রেণির একজন নিয়মিত ছাত্রী। স্কুলে যাওয়া-আসার সময় দীঘিরপাড়ের বাসিন্দা মৃত আবদুস শহীদের ছেলে স্থানীয় ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক নূরেরজামান তাকে প্রেমের প্রস্তাব ও দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। কিন্তু তার প্রেমের প্রস্তাবে রাজি হয়নি ওই ছাত্রী।
পরে রোববার সকালে স্কুলে পরীক্ষার অ্যাসাইনমেন্ট জমা দিয়ে বাড়ি ফেরার পথে ওতপেতে থাকা নূরেরজামানের নেতৃত্বে ৪-৫ জন অস্ত্র ঠেকিয়ে ওই ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে সিএনজি অটোরিকশায় অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ বিষয়ে রাতে স্কুলছাত্রীর পিতা আবুল হোসেন বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা সোনাগাজী মডেল থানার এসআই আনোয়ার হুসেইন বলেন, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপরাধীদের অবস্থান নিশ্চিতসহ গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মাদ্রাসাশিক্ষকের নেতৃত্বে স্কুলছাত্রী অপহরণ
ফেনীর সোনাগাজীতে ষষ্ঠ শ্রেণির ছাত্রী (১২) অপহরণের চার দিন পরও উদ্ধার করতে পারেনি পুলিশ। রোববার সকালে স্কুলে পরীক্ষার অ্যাসাইনমেন্ট জমা দিয়ে বাড়ি ফেরার পথে মাদ্রাসাশিক্ষক নূরেরজামানের নেতৃত্বে তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ উঠেছে।
সোনাগাজী থানা পুলিশ, স্কুলছাত্রীর পরিবার, এলাকাবাসী জানান, মেয়েটি ষষ্ঠ শ্রেণির একজন নিয়মিত ছাত্রী। স্কুলে যাওয়া-আসার সময় দীঘিরপাড়ের বাসিন্দা মৃত আবদুস শহীদের ছেলে স্থানীয় ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক নূরেরজামান তাকে প্রেমের প্রস্তাব ও দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। কিন্তু তার প্রেমের প্রস্তাবে রাজি হয়নি ওই ছাত্রী।
পরে রোববার সকালে স্কুলে পরীক্ষার অ্যাসাইনমেন্ট জমা দিয়ে বাড়ি ফেরার পথে ওতপেতে থাকা নূরেরজামানের নেতৃত্বে ৪-৫ জন অস্ত্র ঠেকিয়ে ওই ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে সিএনজি অটোরিকশায় অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ বিষয়ে রাতে স্কুলছাত্রীর পিতা আবুল হোসেন বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা সোনাগাজী মডেল থানার এসআই আনোয়ার হুসেইন বলেন, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপরাধীদের অবস্থান নিশ্চিতসহ গ্রেফতারের চেষ্টা চলছে।