রংপুর নগরীর ধানক্ষেতে ব্যবসায়ীর লাশ
রংপুর নগরীর তামপাট এলাকায় ধানক্ষেত থেকে মিজানুর রহমান মিজান নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ। বুধবার সকালে নগরীর তামপাট ধর্মদাসে অবস্থিত ধান গবেষণা ইন্সটিটিউটের পেছনে দোলাপাড়া নামক স্থানে একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহতের বাড়ি নগরীর মধ্য বাবুখাঁ গ্রামে। তিনি লালবাগ হাটে সুপারির ব্যবসা করতেন।
স্থানীয়রা জানান, বুধবার সকালে ধানক্ষেতে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে তাজহাট মেট্রোপলিটন পুলিশ সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তাজহাট থানার এসআই ওবায়দুল ইসলাম জানান, নিহত ব্যক্তি পেশায় সুপারি ব্যবসায়ী। তিনি নগরীর মধ্য বাবুখাঁ গ্রামের রইসউদ্দিনের ছেলে ও লালবাগ বাজার ব্যবসায়ী সমিতির সদস্য ছিলেন।
তাজহাট মেট্রোপলিটন থানার ওসি আখতারুজ্জামান প্রধান জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশটির পরিচয় শনাক্ত করার পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ হত্যাকাণ্ডের প্রাথমিক তদন্ত চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে অভিযান চলছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রংপুর নগরীর ধানক্ষেতে ব্যবসায়ীর লাশ
রংপুর নগরীর তামপাট এলাকায় ধানক্ষেত থেকে মিজানুর রহমান মিজান নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ। বুধবার সকালে নগরীর তামপাট ধর্মদাসে অবস্থিত ধান গবেষণা ইন্সটিটিউটের পেছনে দোলাপাড়া নামক স্থানে একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহতের বাড়ি নগরীর মধ্য বাবুখাঁ গ্রামে। তিনি লালবাগ হাটে সুপারির ব্যবসা করতেন।
স্থানীয়রা জানান, বুধবার সকালে ধানক্ষেতে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে তাজহাট মেট্রোপলিটন পুলিশ সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তাজহাট থানার এসআই ওবায়দুল ইসলাম জানান, নিহত ব্যক্তি পেশায় সুপারি ব্যবসায়ী। তিনি নগরীর মধ্য বাবুখাঁ গ্রামের রইসউদ্দিনের ছেলে ও লালবাগ বাজার ব্যবসায়ী সমিতির সদস্য ছিলেন।
তাজহাট মেট্রোপলিটন থানার ওসি আখতারুজ্জামান প্রধান জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশটির পরিচয় শনাক্ত করার পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ হত্যাকাণ্ডের প্রাথমিক তদন্ত চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে অভিযান চলছে।