ট্রাকচাপায় শিশু ও কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২০, ১৮:০৫:৩৪ | অনলাইন সংস্করণ
টাঙ্গাইলের ভূঞাপুরে হাইড্রোলিক ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে রনি (৮) নামে এক শিশু নিহত হয়েছে। এছাড়া বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্বর এলাকায় অজ্ঞাত কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ভূঞাপুর পৌরসভার গণেশ মোড় এলাকায় শিশু এবং একই সময় গোলচত্বর এলাকায় মোটরসাইকেলের চালক নিহত হন। নিহতরা হলেন- সিরাজগঞ্জ জেলার বেলকুচি এলাকার অবিলাশ এবং শিশু রনি। শিশুটি ময়মনসিংহের মাজারগঞ্জ গ্রামের শফিকের ছেলে। শিশুটি তার মায়ের সঙ্গে পৌরসভার রসুনা এলাকায় থাকত।
স্থানীয়রা জানান, রনি নামের ওই শিশুটি বাড়ির পাশের সড়কে খেলাধুলা করছিল। এ সময় মাটিবোঝাই একটি হাইড্রোলিক ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তাহিনা আক্তার তুলি জানান, নিহত শিশুটিকে হাসপাতালে আনার আগেই মারা যায়।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অফিসার ইনচার্জ কাজী আইয়ুবুর রহমান জানান, সেতুর গোলচত্বর এলাকায় মোটরসাইকেলের চালক উল্টো দিক দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক নিহত হন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ট্রাকচাপায় শিশু ও কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
টাঙ্গাইলের ভূঞাপুরে হাইড্রোলিক ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে রনি (৮) নামে এক শিশু নিহত হয়েছে। এছাড়া বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্বর এলাকায় অজ্ঞাত কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ভূঞাপুর পৌরসভার গণেশ মোড় এলাকায় শিশু এবং একই সময় গোলচত্বর এলাকায় মোটরসাইকেলের চালক নিহত হন। নিহতরা হলেন- সিরাজগঞ্জ জেলার বেলকুচি এলাকার অবিলাশ এবং শিশু রনি। শিশুটি ময়মনসিংহের মাজারগঞ্জ গ্রামের শফিকের ছেলে। শিশুটি তার মায়ের সঙ্গে পৌরসভার রসুনা এলাকায় থাকত।
স্থানীয়রা জানান, রনি নামের ওই শিশুটি বাড়ির পাশের সড়কে খেলাধুলা করছিল। এ সময় মাটিবোঝাই একটি হাইড্রোলিক ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তাহিনা আক্তার তুলি জানান, নিহত শিশুটিকে হাসপাতালে আনার আগেই মারা যায়।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অফিসার ইনচার্জ কাজী আইয়ুবুর রহমান জানান, সেতুর গোলচত্বর এলাকায় মোটরসাইকেলের চালক উল্টো দিক দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক নিহত হন।