কাউন্সিলর পদে জয়ে আশাবাদী সোনালী হিজড়া
তোফাজ্জল হোসেন, মদন (নেত্রকোনা)
২৪ ডিসেম্বর ২০২০, ১৯:৫২:৪৬ | অনলাইন সংস্করণ
নেত্রকোনার মদন পৌরসভা নির্বাচনে এবার তৃতীয় লিঙ্গের (হিজড়া) সোনালী প্রচারণায় পিছেয়ে নেই। রাস্তাঘাট, দোকানপাট ও বাসায় বাসায় গিয়ে ভোট প্রার্থনা করছেন তিনি ও তার সমর্থকরা। ভোটার দেখলেই পা ছুঁয়ে সালাম করে দোয়া চাইছেন। প্রার্থীর নাম সেজুতি তালুকদার সোনালী (৩৫)। জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।
পৌর এলাকার ৩, ৪ ও ৫নং ওয়ার্ড থেকে সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর পদে অটোরিকশা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। তার সঙ্গে লড়ছেন আরও চার নারী। জেলার নির্বাচনী ইতিহাসে তৃতীয় লিঙ্গের প্রার্থী হিসেবে তিনিই প্রথম।
জানা গেছে,সেজুতি তালুকদার সোনালী মদন পৌর এলাকায় ‘স্বপ্নের ছোঁয়া সমাজকল্যাণ সংস্থা’ নামে একটি সংগঠনের নেতৃত্ব দেন। তিনি এ সংগঠনের সাধারণ সম্পাদক। দুস্থ, প্রতিবন্ধী ও হিজড়াদের নিয়ে প্রতিষ্ঠিত এ সংগঠনের মোট সদস্য সংখ্যা ৪৪৬ জন। এদের মধ্যে তৃতীয় লিঙ্গের (হিজড়া) সদস্য রয়েছেন ৪৫ জন।
২০১৮ সালে নিবন্ধিত এ সংগঠনটি হিজড়াদের পাশাপাশি দুস্থ, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানামুখী কার্যক্রম পরিচালনা করছে। ভিক্ষাবৃত্তি ও চাঁদাবাজি থেকে সরিয়ে কর্মমুখী করেছে তৃতীয় লিঙ্গের ১০ জনকে। কমিউনিটির অধিকার আদায়ের আন্দোলনেও সব সময় সরব সংগঠনটি। এ কারণে এলাকার সবাই চেনেন সোনালীকে।
অষ্টম শ্রেণি পাস সোনালী বলেন, আমি দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজে জড়িত। এবার একটি বৃহৎ পরিসরে কাজ করতে চাচ্ছি। নির্বাচনী এলাকার সাতটি গ্রামের প্রায় সব ভোটার আমাকে চেনেন। তাদের সঙ্গে আলোচনা করে এবং তাদের পরামর্শ নিয়েই আমি প্রার্থী হয়েছি। ভোটাররা আমাকে উৎসাহিত করছেন। তারা খুব স্বাভাবিকভাবেই আমাকে গ্রহণ করেছেন।
নিজ সংগঠনের সদস্যদের পাশাপাশি এলাকার সচেতন অনেকে তার পক্ষে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছেন বলেও জানান তিনি।
জয়ের ব্যাপারে আশাবাদী সোনালী বলেন, নির্বাচিত হলে আমি সততার সঙ্গে দায়িত্ব পালন করব। প্রমাণ করব- তৃতীয় লিঙ্গের মানুষরাও অন্যদের মতোই সব কাজ স্বাভাবিকভাবে করতে পারেন।
আগামী ২৮ ডিসেম্বর মদন পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কাউন্সিলর পদে জয়ে আশাবাদী সোনালী হিজড়া
নেত্রকোনার মদন পৌরসভা নির্বাচনে এবার তৃতীয় লিঙ্গের (হিজড়া) সোনালী প্রচারণায় পিছেয়ে নেই। রাস্তাঘাট, দোকানপাট ও বাসায় বাসায় গিয়ে ভোট প্রার্থনা করছেন তিনি ও তার সমর্থকরা। ভোটার দেখলেই পা ছুঁয়ে সালাম করে দোয়া চাইছেন। প্রার্থীর নাম সেজুতি তালুকদার সোনালী (৩৫)। জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।
পৌর এলাকার ৩, ৪ ও ৫নং ওয়ার্ড থেকে সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর পদে অটোরিকশা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। তার সঙ্গে লড়ছেন আরও চার নারী। জেলার নির্বাচনী ইতিহাসে তৃতীয় লিঙ্গের প্রার্থী হিসেবে তিনিই প্রথম।
জানা গেছে,সেজুতি তালুকদার সোনালী মদন পৌর এলাকায় ‘স্বপ্নের ছোঁয়া সমাজকল্যাণ সংস্থা’ নামে একটি সংগঠনের নেতৃত্ব দেন। তিনি এ সংগঠনের সাধারণ সম্পাদক। দুস্থ, প্রতিবন্ধী ও হিজড়াদের নিয়ে প্রতিষ্ঠিত এ সংগঠনের মোট সদস্য সংখ্যা ৪৪৬ জন। এদের মধ্যে তৃতীয় লিঙ্গের (হিজড়া) সদস্য রয়েছেন ৪৫ জন।
২০১৮ সালে নিবন্ধিত এ সংগঠনটি হিজড়াদের পাশাপাশি দুস্থ, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানামুখী কার্যক্রম পরিচালনা করছে। ভিক্ষাবৃত্তি ও চাঁদাবাজি থেকে সরিয়ে কর্মমুখী করেছে তৃতীয় লিঙ্গের ১০ জনকে। কমিউনিটির অধিকার আদায়ের আন্দোলনেও সব সময় সরব সংগঠনটি। এ কারণে এলাকার সবাই চেনেন সোনালীকে।
অষ্টম শ্রেণি পাস সোনালী বলেন, আমি দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজে জড়িত। এবার একটি বৃহৎ পরিসরে কাজ করতে চাচ্ছি। নির্বাচনী এলাকার সাতটি গ্রামের প্রায় সব ভোটার আমাকে চেনেন। তাদের সঙ্গে আলোচনা করে এবং তাদের পরামর্শ নিয়েই আমি প্রার্থী হয়েছি। ভোটাররা আমাকে উৎসাহিত করছেন। তারা খুব স্বাভাবিকভাবেই আমাকে গ্রহণ করেছেন।
নিজ সংগঠনের সদস্যদের পাশাপাশি এলাকার সচেতন অনেকে তার পক্ষে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছেন বলেও জানান তিনি।
জয়ের ব্যাপারে আশাবাদী সোনালী বলেন, নির্বাচিত হলে আমি সততার সঙ্গে দায়িত্ব পালন করব। প্রমাণ করব- তৃতীয় লিঙ্গের মানুষরাও অন্যদের মতোই সব কাজ স্বাভাবিকভাবে করতে পারেন।
আগামী ২৮ ডিসেম্বর মদন পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।