ডিবি পরিচয়ে অপহরণ, ২ দিন পর উদ্ধার
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২০, ২২:১৫:৪৫ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থেকে ঢাকার কেরানীগঞ্জ ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাড়ি থেকে তুলে নেয়ার ২ দিন পর ভুয়া ডিবিসহ ভিকটিমকে উদ্ধার করেছে থানা পুলিশ।
আটককৃতরা হল- ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন কাঠুরিয়া ইমাম বাড়ির ভাড়াটিয়া মৃত ফজলুল হক মোল্লার ছেলে নঈমুল ইসলাম মোল্লা, অপরজন পটুয়াখালীর বাউফল থানাধীন মাধবপুরের শাহজাহান মুন্সীর ছেলে ইব্রাহীম মুন্সী।
পুলিশ জানায়, টঙ্গীবাড়ী উপজেলার কাঠাদিয়া গ্রামের রাইসুল ইসলাম পবন চোকদারকে সোমবার ভোর পৌনে ৫টার সময় ঘুম থেকে ডেকে তুলে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ৬ জনের একটি টিম সাদা মাইক্রোতে করে নিয়ে যায়।
এরপর তিনটি নাম্বার থেকে আট লাখ টাকা মুক্তিপণ দাবি করে ফোন করে। পরে পবন চোকদারের স্ত্রী রুমা বেগম বাদী হয়ে বুধবার টঙ্গীবাড়ী থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর থানা পুলিশের একটি টিম আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বুধবার রাত ১০টায় ঢাকার কেরানীগঞ্জ থানাধীন কদমতলী থেকে দুজন ভুয়া ডিবি পুলিশকে আটকসহ অপহৃত পবনকে উদ্ধার করে।
টঙ্গীবাড়ী থানার এসআই নূর আলম জানান, গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করলে তারা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ডিবি পরিচয়ে অপহরণ, ২ দিন পর উদ্ধার
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থেকে ঢাকার কেরানীগঞ্জ ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাড়ি থেকে তুলে নেয়ার ২ দিন পর ভুয়া ডিবিসহ ভিকটিমকে উদ্ধার করেছে থানা পুলিশ।
আটককৃতরা হল- ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন কাঠুরিয়া ইমাম বাড়ির ভাড়াটিয়া মৃত ফজলুল হক মোল্লার ছেলে নঈমুল ইসলাম মোল্লা, অপরজন পটুয়াখালীর বাউফল থানাধীন মাধবপুরের শাহজাহান মুন্সীর ছেলে ইব্রাহীম মুন্সী।
পুলিশ জানায়, টঙ্গীবাড়ী উপজেলার কাঠাদিয়া গ্রামের রাইসুল ইসলাম পবন চোকদারকে সোমবার ভোর পৌনে ৫টার সময় ঘুম থেকে ডেকে তুলে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ৬ জনের একটি টিম সাদা মাইক্রোতে করে নিয়ে যায়।
এরপর তিনটি নাম্বার থেকে আট লাখ টাকা মুক্তিপণ দাবি করে ফোন করে। পরে পবন চোকদারের স্ত্রী রুমা বেগম বাদী হয়ে বুধবার টঙ্গীবাড়ী থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর থানা পুলিশের একটি টিম আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বুধবার রাত ১০টায় ঢাকার কেরানীগঞ্জ থানাধীন কদমতলী থেকে দুজন ভুয়া ডিবি পুলিশকে আটকসহ অপহৃত পবনকে উদ্ধার করে।
টঙ্গীবাড়ী থানার এসআই নূর আলম জানান, গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করলে তারা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।