ভাঙ্গায় অস্ত্রসহ ১০ আন্ত:জেলা ডাকাত গ্রেফতার
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২০, ১৮:৩৭:৩৪ | অনলাইন সংস্করণ
ফরিদপুরের ভাঙ্গায় অস্ত্রসহ আন্ত:জেলার ১০ ডাকাতকে গ্রেফতার করেছে ভাঙ্গা পুলিশ। এদের কাছ থেকে ডাকাতি হওয়া নগদ টাকা, স্বর্ণালংকার, ল্যাপটপ ও মোবাইলসহ মালামাল উদ্ধার করা হয়।
শনিবার সকালে ভাঙ্গা থানায় এক প্রেস রিলিজের মাধ্যমে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা এসব তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, গত ১৩ ও ১৭ ডিসেম্বর রাতে হামেরদী গ্রামে ২টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার পর দেলোয়ার ফকির ও ফাহাদ ইসলাম বাদী হয়ে ভাঙ্গা থানায় ২টি ডাকাতি মামলা করেন।
এরপর পুলিশ বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ২৪ ও ২৫ ডিসেম্বর ১০ জন ডাকাতকে মালামালসহ আটক করতে সক্ষম হয়।
ডাকাতরা হল- ইসলাম মোল্লা (৫২), বেলায়েত শেখ (৩৫), হাবিব মুন্সী (৪৫), মোশা ব্যাপারী (৪৫), বদিউল আলম (৫০), ওবাইদুল মাতুব্বর (২৬), সুজন সর্দার (৩৯), সহিদুল শেখ (৩৩) ও ফরিদ খাঁ (৪০)।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজাদ জানান, ডাকাত সহিদুলের কাছ থেকে ১টি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করেছে।
থানার ওসি জানান, আন্ত:জেলা ১০ ডাকাতকে আটক করেছি এবং ডাকাতি হওয়া সাড়ে ৪ ভরি স্বর্ণ, ১টি চেইন, ৭টি মোবাইল, ১টি ল্যাপটপ, ১টি ট্যাব ও নগদ ৫৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ভাঙ্গায় অস্ত্রসহ ১০ আন্ত:জেলা ডাকাত গ্রেফতার
ফরিদপুরের ভাঙ্গায় অস্ত্রসহ আন্ত:জেলার ১০ ডাকাতকে গ্রেফতার করেছে ভাঙ্গা পুলিশ। এদের কাছ থেকে ডাকাতি হওয়া নগদ টাকা, স্বর্ণালংকার, ল্যাপটপ ও মোবাইলসহ মালামাল উদ্ধার করা হয়।
শনিবার সকালে ভাঙ্গা থানায় এক প্রেস রিলিজের মাধ্যমে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা এসব তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, গত ১৩ ও ১৭ ডিসেম্বর রাতে হামেরদী গ্রামে ২টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার পর দেলোয়ার ফকির ও ফাহাদ ইসলাম বাদী হয়ে ভাঙ্গা থানায় ২টি ডাকাতি মামলা করেন।
এরপর পুলিশ বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ২৪ ও ২৫ ডিসেম্বর ১০ জন ডাকাতকে মালামালসহ আটক করতে সক্ষম হয়।
ডাকাতরা হল- ইসলাম মোল্লা (৫২), বেলায়েত শেখ (৩৫), হাবিব মুন্সী (৪৫), মোশা ব্যাপারী (৪৫), বদিউল আলম (৫০), ওবাইদুল মাতুব্বর (২৬), সুজন সর্দার (৩৯), সহিদুল শেখ (৩৩) ও ফরিদ খাঁ (৪০)।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজাদ জানান, ডাকাত সহিদুলের কাছ থেকে ১টি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করেছে।
থানার ওসি জানান, আন্ত:জেলা ১০ ডাকাতকে আটক করেছি এবং ডাকাতি হওয়া সাড়ে ৪ ভরি স্বর্ণ, ১টি চেইন, ৭টি মোবাইল, ১টি ল্যাপটপ, ১টি ট্যাব ও নগদ ৫৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।