মহাসড়কের ঝুলন্ত তারের ঘর্ষণে চলন্ত ট্রাকে আগুন
টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২০, ১৯:৩৫:৫১ | অনলাইন সংস্করণ
মাদারীপুরে মহাসড়কে ঝুলন্ত তারের ঘর্ষণে চলন্ত ট্রাকে আগুন ধরে যায়। শনিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার কামালদি পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কামালদি পেট্রল পাম্পের সামনের সড়কের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের ঝুলন্ত তারের ঘর্ষণে মাদারীপুরগামী খড়ভর্তি চলন্ত ট্রাকে আগুন ধরে যায়। আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন দৌড়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় এবং ফায়ার সার্ভিসে খবর দেন।
পরে রাজৈর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়ক প্রায় ১ ঘণ্টা বন্ধ থাকে এবং উভয় পাশে প্রায় ২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে রাজৈর ফায়ার সার্ভিস অফিসার লিডার মোহাম্মদ জাফর মোল্লা বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মহাসড়কের ঝুলন্ত তারের ঘর্ষণে চলন্ত ট্রাকে আগুন
মাদারীপুরে মহাসড়কে ঝুলন্ত তারের ঘর্ষণে চলন্ত ট্রাকে আগুন ধরে যায়। শনিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার কামালদি পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কামালদি পেট্রল পাম্পের সামনের সড়কের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের ঝুলন্ত তারের ঘর্ষণে মাদারীপুরগামী খড়ভর্তি চলন্ত ট্রাকে আগুন ধরে যায়। আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন দৌড়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় এবং ফায়ার সার্ভিসে খবর দেন।
পরে রাজৈর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়ক প্রায় ১ ঘণ্টা বন্ধ থাকে এবং উভয় পাশে প্রায় ২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে রাজৈর ফায়ার সার্ভিস অফিসার লিডার মোহাম্মদ জাফর মোল্লা বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।