মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ভৈরব উপজেলা আহবায়ক কমিটি গঠিত
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২০, ২০:৫৯:১৪ | অনলাইন সংস্করণ
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ভৈরব উপজেলা আহবায়ক কমিটি গঠিত হয়েছে। শনিবার বিকেলে ভৈরব টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে ভৈরবের মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে আয়োজিত এক সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ২৩ সদস্যেরএ আহবায়ক কমিটি গঠন করা হয়।
এতে আহবায়ক নির্বাচিত করা হয় মুক্তিযোদ্ধার সন্তান ও দৈনিক যুগান্তরের ভৈরব প্রতিনিধি আসাদুজ্জামান ফারুককে এবং সদস্য সচিব করা হয় মুক্তিযোদ্ধার সন্তান রফিউল আলম মঈনকে। এছাড়া যুগ্ম-আহবায়ক করা হয় আলহাজ মো. সজীব আহমেদ ও যুগ্ম-সদস্য সচিব করা হয় মো. আরিফুল ইসলাম মামুনকে। কমিটির অন্য পদগুলো আগামী এক সপ্তাহের মধ্য পূরণ করা হবে বলে আহবায়ক জানিয়েছেন।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুইকা) কেন্দ্রীয় কমিটি কর্তৃক বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তানসংসদকে ২০১৮ সালে অনুমোদন দেয়া হয়। এ কমিটি সারা দেশের জেলা উপজেলা কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় সংগঠনের সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে আজ ভৈরবে আহবায়ক কমিটি গঠন করা হলো।
নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক আসাদুজ্জামান ফারুক জানান, দেশ স্বাধীন হয়েছে ৪৯ বছর। এ সময়ের মধ্যে দেশের অধিকাংশ মুক্তিযোদ্ধা বয়সের কারণে মৃত্যুবরণ করেছেন। স্বাধীনতা বিরোধীদের রুখতে হলে মুক্তিযোদ্ধা ও তার সন্তানরা সরকারকে সহযোগিতা করতে হবে। পরবর্তী প্রজন্ম হিসেবে আমরা মুক্তিযোদ্ধার সন্তানরা দেশের জন্য কাজ করব। এছাড়া মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে এ সংগঠন কেন্দ্রীয় কমিটির নির্দেশ পালনে সচেষ্ট থাকবে বলে তিনি জানান।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ভৈরব উপজেলা আহবায়ক কমিটি গঠিত
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ভৈরব উপজেলা আহবায়ক কমিটি গঠিত হয়েছে। শনিবার বিকেলে ভৈরব টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে ভৈরবের মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে আয়োজিত এক সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ২৩ সদস্যের এ আহবায়ক কমিটি গঠন করা হয়।
এতে আহবায়ক নির্বাচিত করা হয় মুক্তিযোদ্ধার সন্তান ও দৈনিক যুগান্তরের ভৈরব প্রতিনিধি আসাদুজ্জামান ফারুককে এবং সদস্য সচিব করা হয় মুক্তিযোদ্ধার সন্তান রফিউল আলম মঈনকে। এছাড়া যুগ্ম-আহবায়ক করা হয় আলহাজ মো. সজীব আহমেদ ও যুগ্ম-সদস্য সচিব করা হয় মো. আরিফুল ইসলাম মামুনকে। কমিটির অন্য পদগুলো আগামী এক সপ্তাহের মধ্য পূরণ করা হবে বলে আহবায়ক জানিয়েছেন।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুইকা) কেন্দ্রীয় কমিটি কর্তৃক বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদকে ২০১৮ সালে অনুমোদন দেয়া হয়। এ কমিটি সারা দেশের জেলা উপজেলা কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় সংগঠনের সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে আজ ভৈরবে আহবায়ক কমিটি গঠন করা হলো।
নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক আসাদুজ্জামান ফারুক জানান, দেশ স্বাধীন হয়েছে ৪৯ বছর। এ সময়ের মধ্যে দেশের অধিকাংশ মুক্তিযোদ্ধা বয়সের কারণে মৃত্যুবরণ করেছেন। স্বাধীনতা বিরোধীদের রুখতে হলে মুক্তিযোদ্ধা ও তার সন্তানরা সরকারকে সহযোগিতা করতে হবে। পরবর্তী প্রজন্ম হিসেবে আমরা মুক্তিযোদ্ধার সন্তানরা দেশের জন্য কাজ করব। এছাড়া মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে এ সংগঠন কেন্দ্রীয় কমিটির নির্দেশ পালনে সচেষ্ট থাকবে বলে তিনি জানান।