গানের আসরে চেয়ারে বসা নিয়ে সংঘর্ষ,আহত ১৫
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২০, ২১:১৮:২০ | অনলাইন সংস্করণ
নেত্রকোনার মদনে গানের আসরে চেয়ারে বসাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছেন। রোববার সকালে উপজেলার কাইটাইল ইউনিয়নের কাইটাইল বাজারে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে জজ মিয়া ও সমলা আক্তারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত নজরুল,নূরুল হক,মজিবুর,আব্দুল্লাহ,ফায়জুর,আশাদুল,জানু মিয়া,লুৎফর ও বকুল মিয়াকে মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলকাবাসী সূত্রে জানা যায়,গত শুক্রবার রাতে কাইটাইল ইউনিয়নের নজরুল মিয়ার বাড়িতে গানের আসর অনুষ্ঠিত হয়। ওই গানের আসরে চেয়ারে বসাকে কেন্দ্র করে বাশরী গ্রামের জজ মিয়ার সাথে একই গ্রামের সিদ্দিক মিয়ার তর্কবিতর্ক হয়। এরই জের ধরে রোববার সকালে কাইটাইল বাজারে সিদ্দিকের ভাতিজা রফিকের সাথে জজ মিয়ার তর্কবির্তকের এক পর্যায়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ওসি মাসুদুজ্জামান জানান,সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে কেউ অভিযোগ দায়ের করেনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
গানের আসরে চেয়ারে বসা নিয়ে সংঘর্ষ,আহত ১৫
নেত্রকোনার মদনে গানের আসরে চেয়ারে বসাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছেন। রোববার সকালে উপজেলার কাইটাইল ইউনিয়নের কাইটাইল বাজারে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে জজ মিয়া ও সমলা আক্তারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত নজরুল,নূরুল হক,মজিবুর,আব্দুল্লাহ,ফায়জুর,আশাদুল,জানু মিয়া,লুৎফর ও বকুল মিয়াকে মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলকাবাসী সূত্রে জানা যায়,গত শুক্রবার রাতে কাইটাইল ইউনিয়নের নজরুল মিয়ার বাড়িতে গানের আসর অনুষ্ঠিত হয়। ওই গানের আসরে চেয়ারে বসাকে কেন্দ্র করে বাশরী গ্রামের জজ মিয়ার সাথে একই গ্রামের সিদ্দিক মিয়ার তর্কবিতর্ক হয়। এরই জের ধরে রোববার সকালে কাইটাইল বাজারে সিদ্দিকের ভাতিজা রফিকের সাথে জজ মিয়ার তর্কবির্তকের এক পর্যায়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ওসি মাসুদুজ্জামান জানান,সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে কেউ অভিযোগ দায়ের করেনি।