পুঠিয়ার মেয়র হলেন বিএনপির মামুন
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২০, ২২:৫৫:১৭ | অনলাইন সংস্করণ
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাজশাহীর পুঠিয়া পৌরসভা নির্বাচনে ৭৬০ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী (ধানের শীর্ষ) আল মামুন খান। তার প্রাপ্ত ভোট ৫ হাজার ৯২০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) রবিউল ইসলাম রবি পেয়েছেন ৫ হাজার ১৬০ ভোট।
এদিকে পৌরসভার সব কেন্দ্রে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকে কেন্দ্রে আগত সব ভোটার স্বাচ্ছন্দ্যে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেছেন।
ভোট গ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা পরিষদে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীন ফলাফলের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
উল্লেখ্য, পুঠিয়া পৌরসভায় এবার মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ১৬০ জন ও মহিলা ভোটার ৮ হাজার ৪৭৩ জন। পৌরসভার সব ভোট কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পুঠিয়ার মেয়র হলেন বিএনপির মামুন
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাজশাহীর পুঠিয়া পৌরসভা নির্বাচনে ৭৬০ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী (ধানের শীর্ষ) আল মামুন খান। তার প্রাপ্ত ভোট ৫ হাজার ৯২০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) রবিউল ইসলাম রবি পেয়েছেন ৫ হাজার ১৬০ ভোট।
এদিকে পৌরসভার সব কেন্দ্রে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকে কেন্দ্রে আগত সব ভোটার স্বাচ্ছন্দ্যে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেছেন।
ভোট গ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা পরিষদে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীন ফলাফলের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
উল্লেখ্য, পুঠিয়া পৌরসভায় এবার মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ১৬০ জন ও মহিলা ভোটার ৮ হাজার ৪৭৩ জন। পৌরসভার সব ভোট কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়েছে।