বিভেদ ভুলে একই মঞ্চে বিএনপি নেতারা
সিলেট ব্যুরো ও ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা
২৯ ডিসেম্বর ২০২০, ১০:৫৫:২৯ | অনলাইন সংস্করণ
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বিএনপি নেতাকর্মীরা বিভেদ ভুলে একই মঞ্চে বসেছেন। ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিত ও মতবিনিময়সভায় এ চিত্র দেখা যায়।
সোমবার বিকালে বিভেদ ভুলে সব নেতাকর্মী একসঙ্গে সভায় উপস্থিত হওয়ায় উৎফুল্ল উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ইফতেখার উদ্দিন ফেদল।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তছলিম আহমদ নেহারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গিরদার।
এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আবদুল কাইয়ূম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য হাসান আহমদ পাটোয়ারী ও আবদুল আহাদ খান জামাল।
উল্লেখ্য, চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ত্যাগী, নির্যাতিত, পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে অযোগ্য, নিষ্ক্রিয়, বাকশালীদের এজেন্ডা বাস্তবায়নকারী একাধিক সদস্য দিয়ে কমিটি গঠন করা হয়েছে, এমন অভিযোগ করে বিবৃতি প্রদান করেন একাধিক নেতা।
এর পর থেকে আহ্বায়ক কমিটির সব নেতৃবৃন্দ এক মঞ্চে আসতে পারেননি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বিভেদ ভুলে একই মঞ্চে বিএনপি নেতারা
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বিএনপি নেতাকর্মীরা বিভেদ ভুলে একই মঞ্চে বসেছেন। ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিত ও মতবিনিময়সভায় এ চিত্র দেখা যায়।
সোমবার বিকালে বিভেদ ভুলে সব নেতাকর্মী একসঙ্গে সভায় উপস্থিত হওয়ায় উৎফুল্ল উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ইফতেখার উদ্দিন ফেদল।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তছলিম আহমদ নেহারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গিরদার।
এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আবদুল কাইয়ূম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য হাসান আহমদ পাটোয়ারী ও আবদুল আহাদ খান জামাল।
উল্লেখ্য, চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ত্যাগী, নির্যাতিত, পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে অযোগ্য, নিষ্ক্রিয়, বাকশালীদের এজেন্ডা বাস্তবায়নকারী একাধিক সদস্য দিয়ে কমিটি গঠন করা হয়েছে, এমন অভিযোগ করে বিবৃতি প্রদান করেন একাধিক নেতা।
এর পর থেকে আহ্বায়ক কমিটির সব নেতৃবৃন্দ এক মঞ্চে আসতে পারেননি।