বেল্ট ছিঁড়ে বৈদ্যুতিক পিলার থেকে ছিটকে পড়ে শ্রমিকের মৃত্যু
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২০, ১৭:২৭:১৭ | অনলাইন সংস্করণ
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কুল ইউনিয়নের গোবিন্দপুর বেল্ট ছিঁড়ে বৈদ্যুতিক পিলার থেকে ছিটকে পড়ে রাকিব হোসেন (২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব পঞ্চগড় জেলার জরদল বাজারের খলাপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে। তিনি চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঠিকাদারের মাধ্যমে নিয়োজিত শ্রমিক।
জানা গেছে, রাকিব এক ঠিকাদারের মাধ্যমে পল্লী বিদ্যুতের কাজে নিয়োজিত ছিল। ওইসময় খুঁটি থেকে ছিটকে পড়ে যায়। তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চাঁদপুর পল্লী বিদ্যুতের জিএম কেফায়েত উল্লাহ বলেন, কাজের সময় পল্লী বিদ্যুতের সংযোগ বন্ধ ছিল। তখন রাকিব খুঁটিতে উঠে বেল্ট ছিঁড়ে পড়ে যায়। তিনি ঠিকাদারের শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
হাজীগঞ্জ থানার ওসি মো. আলমগীর হোসেন রনি জানান, রাকিবের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বেল্ট ছিঁড়ে বৈদ্যুতিক পিলার থেকে ছিটকে পড়ে শ্রমিকের মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কুল ইউনিয়নের গোবিন্দপুর বেল্ট ছিঁড়ে বৈদ্যুতিক পিলার থেকে ছিটকে পড়ে রাকিব হোসেন (২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব পঞ্চগড় জেলার জরদল বাজারের খলাপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে। তিনি চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঠিকাদারের মাধ্যমে নিয়োজিত শ্রমিক।
জানা গেছে, রাকিব এক ঠিকাদারের মাধ্যমে পল্লী বিদ্যুতের কাজে নিয়োজিত ছিল। ওইসময় খুঁটি থেকে ছিটকে পড়ে যায়। তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চাঁদপুর পল্লী বিদ্যুতের জিএম কেফায়েত উল্লাহ বলেন, কাজের সময় পল্লী বিদ্যুতের সংযোগ বন্ধ ছিল। তখন রাকিব খুঁটিতে উঠে বেল্ট ছিঁড়ে পড়ে যায়। তিনি ঠিকাদারের শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
হাজীগঞ্জ থানার ওসি মো. আলমগীর হোসেন রনি জানান, রাকিবের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।