সাতটি জাহাজে ভাসানচরে পৌঁছেছে আরও ১ হাজার ৭৭২ জন রোহিঙ্গা
নোয়াখালী প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২০, ১৭:৩৯:০১ | অনলাইন সংস্করণ
দ্বিতীয় দফায় কক্সবাজার থেকে আরও ১ হাজার ৭৭২ জন রোহিঙ্গা নোয়াখালীর ভাসানচরে পৌঁছেছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রোহিঙ্গাদের বহনকারী নৌবাহিনীর সাতটি জাহাজ ভাসানচরে পৌঁছে।
এর আগে সোমবার দুপুরে রোহিঙ্গারা বাসযোগে কক্সবাজার থেকে চট্টগ্রামে এসে পৌঁছান। রাতে তারা বিএএফ শাহীন কলেজ মাঠে স্থাপিত অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে অবস্থান করেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের পতেঙ্গায় নৌবাহিনীর জেটি থেকে ভাসানচরের উদ্দেশ্যে রওয়ানা হয় তাদের বহনকারী ৭টি জাহাজ।
দ্বিতীয় দফায় স্বেচ্ছায় ভাসানচর যেতে কক্সবাজারের আশ্রয় শিবির ত্যাগ করেন ৪২৭টি পরিবারের এই এক হাজার ৭৭২ জন রোহিঙ্গা। এর মধ্যে ১৩০ জনের বেশি রয়েছে প্রথম দফায় যাওয়া রোহিঙ্গাদের স্বজন। গত ২ ডিসেম্বরর প্রথম দফায় এক হাজার ৬৪২ জন রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচর যান। তারাই সেখান থেকে ভাসানচরের পরিস্থিতি জানিয়ে স্বজনদের আসতে উদ্বুদ্ধ করে।
ভাসানচরে পৌঁছার পর পূর্বে আসা রোহিঙ্গারাসহ প্রশাসনের কর্মকর্তারা তাদের স্বাগত জানান। এ সময় পূর্বে আসা রোহিঙ্গারা তাদের আত্মীয় স্বজনদের জড়িয়ে ধরে আনন্দ করতে দেখা যায়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাতটি জাহাজে ভাসানচরে পৌঁছেছে আরও ১ হাজার ৭৭২ জন রোহিঙ্গা
দ্বিতীয় দফায় কক্সবাজার থেকে আরও ১ হাজার ৭৭২ জন রোহিঙ্গা নোয়াখালীর ভাসানচরে পৌঁছেছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রোহিঙ্গাদের বহনকারী নৌবাহিনীর সাতটি জাহাজ ভাসানচরে পৌঁছে।
এর আগে সোমবার দুপুরে রোহিঙ্গারা বাসযোগে কক্সবাজার থেকে চট্টগ্রামে এসে পৌঁছান। রাতে তারা বিএএফ শাহীন কলেজ মাঠে স্থাপিত অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে অবস্থান করেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের পতেঙ্গায় নৌবাহিনীর জেটি থেকে ভাসানচরের উদ্দেশ্যে রওয়ানা হয় তাদের বহনকারী ৭টি জাহাজ।
দ্বিতীয় দফায় স্বেচ্ছায় ভাসানচর যেতে কক্সবাজারের আশ্রয় শিবির ত্যাগ করেন ৪২৭টি পরিবারের এই এক হাজার ৭৭২ জন রোহিঙ্গা। এর মধ্যে ১৩০ জনের বেশি রয়েছে প্রথম দফায় যাওয়া রোহিঙ্গাদের স্বজন। গত ২ ডিসেম্বরর প্রথম দফায় এক হাজার ৬৪২ জন রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচর যান। তারাই সেখান থেকে ভাসানচরের পরিস্থিতি জানিয়ে স্বজনদের আসতে উদ্বুদ্ধ করে।
ভাসানচরে পৌঁছার পর পূর্বে আসা রোহিঙ্গারাসহ প্রশাসনের কর্মকর্তারা তাদের স্বাগত জানান। এ সময় পূর্বে আসা রোহিঙ্গারা তাদের আত্মীয় স্বজনদের জড়িয়ে ধরে আনন্দ করতে দেখা যায়।