নারায়ণগঞ্জে ৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২০, ২২:৩৫:৫৭ | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ৩টি গ্রামে অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। উপজেলার আড়াইহাজার পৌরসভার শিবপুর, নয়াপাড়া ও ব্রাম্মনদী ইউনিয়নের বইলারকান্দি গ্রামে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের রূপগঞ্জ অঞ্চলের ম্যানেজার মিজবাউর রহমান, ডেপুটি ম্যানেজার রিফাত আব্দুল্লাহ প্রমুখ। অভিযানে আড়াইহাজার থানা পুলিশ সহায়তা করেন।
তিতাস কর্মকর্তারা জানান, এ উপজেলায় দীর্ঘদিন ধরেই হাজার হাজার বাসা বাড়িতে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে ঠিকাদার ও স্থানীয় বিভিন্ন চক্র লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। সংযোগ বিচ্ছিন্ন করা হলেও আবারও ঠিকাদারদের টাকা দিয়ে পুনরায় সংযোগ নেয় এসব অবৈধ ব্যবহারকারীরা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নারায়ণগঞ্জে ৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ৩টি গ্রামে অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। উপজেলার আড়াইহাজার পৌরসভার শিবপুর, নয়াপাড়া ও ব্রাম্মনদী ইউনিয়নের বইলারকান্দি গ্রামে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের রূপগঞ্জ অঞ্চলের ম্যানেজার মিজবাউর রহমান, ডেপুটি ম্যানেজার রিফাত আব্দুল্লাহ প্রমুখ। অভিযানে আড়াইহাজার থানা পুলিশ সহায়তা করেন।
তিতাস কর্মকর্তারা জানান, এ উপজেলায় দীর্ঘদিন ধরেই হাজার হাজার বাসা বাড়িতে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে ঠিকাদার ও স্থানীয় বিভিন্ন চক্র লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। সংযোগ বিচ্ছিন্ন করা হলেও আবারও ঠিকাদারদের টাকা দিয়ে পুনরায় সংযোগ নেয় এসব অবৈধ ব্যবহারকারীরা।