মোবাইল বাক্সে মিলল ২৪ রাউন্ড গুলি ম্যাগজিন পিস্তল
যুগান্তর রিপোর্ট, সোনারগাঁও
২৯ ডিসেম্বর ২০২০, ২২:৪১:৫৬ | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বাড়ি মজলিশ এলাকা থেকে ২৪ রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় আবর্জনা জনিত সিমেন্টের ব্যাগে একটি মোবাইল বাক্সের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় এ পিস্তল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের বাড়ি মজলিশ এলাকায় প্রবাসী সিরাজুল ইসলামের পরিত্যক্ত বাড়িতে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে কয়েকজন শ্রমিক আবর্জনা পরিষ্কার করতে যায়। এ সময় শ্রমিকরা আবর্জনা জনিত একটি সিমেন্টের ব্যাগে একটি হাওয়াই মোবাইল সেটের কাগজের বাক্স দেখতে পায়। বাক্সটি বের করার পর সেটির ভেতর থেকে একটি অত্যাধুনিক পিস্তল, একটি ম্যাগজিন ও ২৪ রাউন্ড গুলি পাওয়া যায়।
বিষয়টি পুলিশকে অবহিত করা হয় পরে সোনারগাঁও থানার এসআই পংকজ কান্তি সরকারের নেতৃত্বে একটি পুলিশের দল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ম্যাগজিন উদ্ধার করে।
এসআই পংকজ কান্তি সরকার জানান, ২৪ রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র কে বা কারা ওই বাড়িতে লুকিয়ে রেখেছিল তার কোনো সঠিক তথ্য এখনো পর্যন্ত বের করা সম্ভব হয়নি। তবে পুলিশ ঘটনার পরপরই তদন্ত কাজ শুরু করেছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মোবাইল বাক্সে মিলল ২৪ রাউন্ড গুলি ম্যাগজিন পিস্তল
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বাড়ি মজলিশ এলাকা থেকে ২৪ রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় আবর্জনা জনিত সিমেন্টের ব্যাগে একটি মোবাইল বাক্সের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় এ পিস্তল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের বাড়ি মজলিশ এলাকায় প্রবাসী সিরাজুল ইসলামের পরিত্যক্ত বাড়িতে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে কয়েকজন শ্রমিক আবর্জনা পরিষ্কার করতে যায়। এ সময় শ্রমিকরা আবর্জনা জনিত একটি সিমেন্টের ব্যাগে একটি হাওয়াই মোবাইল সেটের কাগজের বাক্স দেখতে পায়। বাক্সটি বের করার পর সেটির ভেতর থেকে একটি অত্যাধুনিক পিস্তল, একটি ম্যাগজিন ও ২৪ রাউন্ড গুলি পাওয়া যায়।
বিষয়টি পুলিশকে অবহিত করা হয় পরে সোনারগাঁও থানার এসআই পংকজ কান্তি সরকারের নেতৃত্বে একটি পুলিশের দল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ম্যাগজিন উদ্ধার করে।
এসআই পংকজ কান্তি সরকার জানান, ২৪ রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র কে বা কারা ওই বাড়িতে লুকিয়ে রেখেছিল তার কোনো সঠিক তথ্য এখনো পর্যন্ত বের করা সম্ভব হয়নি। তবে পুলিশ ঘটনার পরপরই তদন্ত কাজ শুরু করেছে।