চাঁদপুরে কলেজছাত্রের লাশ উদ্ধার
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২০, ১৮:২৭:০৭ | অনলাইন সংস্করণ
চাঁদপুরের কচুয়ায় কাউছার আলম (২৪) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার পুলিশ নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে। তবে স্থানীয় ও পরিবারের সদস্যদের দাবি সে আত্মহত্যা করেছে।
নিহত কাউছার আলম বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্র। সে উপজেলার শাসনখোলা গ্রামের হানিফ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় এলাকা সূত্রে জানা গেছে, কাউছার আলম পড়াশুনার পাশাপাশি একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিল। মঙ্গলবার সন্ধ্যায় কাউকে কিছু না বলে অভিমান করে বিষাক্ত ট্যাবলেট খায়। বিষয়টি স্থানীয় লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে বুধবার ভোরে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, কাউছার আলমের বাবা হানিফ মিয়ার দুই স্ত্রী রয়েছে। কাউছার তার মা নাজমা বেগমের সঙ্গে পুরাতন বাড়িতে থাকত।
তবে কী কারণে সে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে তা সঠিক জানাতে পারেনি তার পরিবার।
কচুয়া থানার ওসি (তদন্ত) এমএ রউফ খান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
চাঁদপুরে কলেজছাত্রের লাশ উদ্ধার
চাঁদপুরের কচুয়ায় কাউছার আলম (২৪) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার পুলিশ নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে। তবে স্থানীয় ও পরিবারের সদস্যদের দাবি সে আত্মহত্যা করেছে।
নিহত কাউছার আলম বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্র। সে উপজেলার শাসনখোলা গ্রামের হানিফ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় এলাকা সূত্রে জানা গেছে, কাউছার আলম পড়াশুনার পাশাপাশি একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিল। মঙ্গলবার সন্ধ্যায় কাউকে কিছু না বলে অভিমান করে বিষাক্ত ট্যাবলেট খায়। বিষয়টি স্থানীয় লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে বুধবার ভোরে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, কাউছার আলমের বাবা হানিফ মিয়ার দুই স্ত্রী রয়েছে। কাউছার তার মা নাজমা বেগমের সঙ্গে পুরাতন বাড়িতে থাকত।
তবে কী কারণে সে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে তা সঠিক জানাতে পারেনি তার পরিবার।
কচুয়া থানার ওসি (তদন্ত) এমএ রউফ খান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।